মনীষীদের মূর্তি পরিষ্কার রাখতে উদ্যোগ 

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৮ অক্টোবর:
ঐতিহাসিক মেদিনীপুর শহরে রবীন্দ্রনাথ, মাতঙ্গিনী হাজরা, গান্ধীজি, বিদ্যাসাগর, নেতাজী, ক্ষুদিরাম বসু সহ যেসব মনীষীদের মূর্তি রয়েছে সেগুলো দলমত নির্বিশেষে পরিষ্কার করার কর্মসূচি নিয়েছেন সমাজসেবী মনীষীদের জন্ম ও মৃত্যু বার্ষিকী কিম্বা প্রজাতন্ত্র দিবস ও স্বাধীনতা দিবস পালন উপলক্ষ্যে তাদের গলায় মালা এবং পুরো শহিদ বেদীতে মালা দেওয়া হয়। পরে সেইসব মালা ও ফুল শুকনো হয়ে আবর্জনার সৃষ্টি করে।

এজন্য মেদিনীপুর শহরের কয়েকজন সমাজসেবী মানুষ মূর্তিগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজে হাত বাড়িয়েছেন। শহরে যতগুলো মনীষীদের মূর্তি রয়েছে সেগুলি পরিষ্কার করার উদ্যোগ নেন সমাজসেবী গোপাল সাহা। সাধারণত যে গান্ধী মূর্তির পাদদেশে সব রাজনৈতিক দল কর্মসূচি পালন করে থাকে বৃহস্পতিবার সেই মূর্তিটি তারা পরিষ্কার করেন। গোপাল বাবু বলেন, মনীষীদের মূর্তিগুলো পরিষ্কার রেখে তাদের মর্যাদা রাখতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *