সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২০ জুন: ব্লাড ব্যাঙ্কে রক্তের ঘাটতি পূরণ করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বিষ্ণুপুর পুলিশ প্রশাসন।
প্রচন্ড দাবদাহের কারণে ব্লাড ব্যাঙ্কে রক্তের যোগান তলানিতে, সংবাদ মাধ্যমে এই খবর নজরে আসতেই বিষ্ণুপুর মহকুমা পুলিশ প্রশাসন অধীনস্থ থানাগুলিকে যত শীঘ্র সম্ভব রক্তদান শিবির সংঘটিত করার নির্দেশ জারি করে। জেলা স্বাস্থ্য দপ্তরের সহযোগিতা নিয়ে পুলিশ কর্মীদের সাথে সাথে সাধারণ মানুষকেও এই শিবিরে যোগদানের জন্য আহ্বান জানানোর পরামর্শ দেওয়া হয়।
নির্দেশ পাওয়ার পর পাত্রসায়র থানার উদ্যোগ নিয়ে রক্তদান শিবিরের আয়োজন করে, শিবিরে ৫০ ইউনিট রক্ত সংগৃহীত হয়। চলতি মাসেই বিষ্ণুপুর মহকুমার অধীনস্থ বাকি পাঁচটি থানাতেও রক্তদান শিবিরের মাধ্যমে বিষ্ণুপুর ব্লাড ব্যাঙ্কের ঘাটতি পূরণ করা হবে বলে জানানো হয়েছে।