সাথী দাস, পুরুলিয়া, ১৩ জানুয়ারি: প্রতীক্ষার অবসান। পুলিশি পাহারায় করোনা ভ্যাকসিন এসে পৌঁছালো পুরুলিয়ায়। আজ দুপুর সাড়ে তিনটে নাগাদ বিশেষভাবে সংরক্ষিত তিনটি বাক্সে মোট ১৮ হাজার ডোজ এল। জেলা স্বাস্থ্য দফতরের কাছে এটা এক ঐতিহাসিক মুহূর্ত। দফতরের চত্বরে অবস্থিত আইস ল্যাবরেটরীতে (সংক্ষেপে আই ল্যাব) রাখা হয় ওই তিনটি বাক্স। মুহূর্তের সাক্ষী লেন্স বন্দী করলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্য আধিকারিকরা।
পূর্ব ঘোষণা অনুযায়ী স্বাস্থ্য কর্মীদেরই আগে এই প্রতিষেধক টিকা দেওয়া হবে।জেলায় মোট ১৮ হাজার স্বাস্থ্য কর্মী রয়েছেন। প্রাথমিকভাবে ৯ হাজার জনকে দেওয়া হবে ২৮ দিনের ব্যবধানে পর্যায় ক্রমে দুটি করো ডোজ। মোট ২২৬টি কেন্দ্রে এই প্রতিষেধক দেওয়া হবে বলে জানান, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: অনিল দত্ত। মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও জেলার প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে জেলা স্বাস্থ্য দফতর।