বিএনপির গণঅবস্থান ও দুই নেতার মুক্তিতে প্রতিক্রিয়া তথ্যমন্ত্রীর

অশোক সেনগুপ্ত, ঢাকা
আমাদের ভারত, ঢাকা, ১১ জানুয়ারি : আওয়ামী লীগের ‘অপশাসনের’ প্রতিবাদে বাংলাদেশের বুধবার প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশব্যাপী গণঅবস্থান কর্মসূচির ডাক দিয়েছে। ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই গণঅবস্থান কর্মসূচি পালিত হবে। এ ব্যাপারে প্রতিক্রিয়া দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশের ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডঃ হাছান মাহমুদ।

গণঅবস্থান উপলক্ষে ব্যাপক যানজট দেখা দেবে। বিরোধী বিভিন্ন দলের বেশ কিছু নেতাকর্মীর এই বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়ার কথা। এমনিতেই নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে প্রতিদিন নানা ধরণের জমায়েত থাকে। ওই রাস্তায় রোজই যানজটে মানুষকে ভুগতে হয়। বুধবার এই পরিস্থিতি আরও জটিল হবে বলে আশঙ্কা। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বিভিন্ন স্থানে প্রচুর পুলিশ মোতায়েন করতে হয়।

ডঃ হাছান মাহমুদের দাবি, “বিএনপি বা কোনও বিরোধী দল যদি শান্তিপূর্ণ কোনো কর্মসূচি পালন করে, সরকার সবসময় সহযোগিতা করেছে এবং করবে। কিন্তু বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচির কথা বলে সেখানে অশান্তি তৈরি করে এবং জনগণের সম্পত্তি বিনষ্ট করে।“

ঢাকার কাকরাইলে তথ্য ভবন মিলনায়তনে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার সময় তথ্যমন্ত্রী বিএনপির দুই শীর্ষ নেতার জামিনে মুক্তি প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাছান বলেন, মির্জা ফখরুল এবং মির্জা আব্বাস যে মুক্তি পেয়েছেন, এতেই প্রমাণিত হয়েছে বাংলাদেশের আইন–আদালত স্বাধীন। কারণ, সরকার তাঁদের গ্রেফতার করেছিল। তাঁরা আইনি লড়াইয়ের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় মুক্তি লাভ করেছেন। দেশের আইন–আদালত অত্যন্ত স্বাধীনভাবে কাজ করেন, সেই কারণেই তাঁরা মুক্তি লাভ করেছেন।

তিনি বলেন, ‘আমি তাঁদের দুজনের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। তাঁরা যাতে সুস্বাস্থ্য বজায় রেখে সরকারের বিরোধিতা করতে পারেন, সেটিই আমি কামনা করি।’ প্রসঙ্গত, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-২ আসনের এমপি অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিচার বিভাগ স্বাধীন। বিচার বিভাগের ওপর সরকারের কোনও হস্তক্ষেপ নেই, তার প্রমাণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের জামিনে মুক্তি।

গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় মহাখালী ডিওএইচএসে নিজ বাসা থেকে আটক হন নাজিম উদ্দিন আলম। ওই সময় তাঁর বাড়ি থেকে আমান উল্লাহ আমানকে আটক করা হয়। পরে তাঁদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *