আমাদের ভারত, মেদিনীপুর, ২২ জনুয়ারি: ক্ষুদ্র শিল্পের প্রসারে শিল্পমেলার সূচনা হল মেদিনীপুরে। বুধবার শহরের জেলা পরিষদ অডিটোরিয়াম কমপ্লেক্সে ওই শিল্পমেলার সূচনা অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্য ক্ষুদ্র শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যান বিপ্লব রায়চৌধুরী, জেলাশাসক রশ্মি কোমল, সহ সভাধিপতি অজিত মাইতি, প্রমুখ।
রাজ্য সরকার যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পদ্যোগীদের স্বার্থে নানান পদক্ষেপ গ্রহণ করেছে সেকথাও উল্লেখ করেন বক্তিরা। পশ্চিম মেদিনীপুর ডিষ্ট্রিক্ট চেম্বার অফ কমার্স এবং খাসজঙ্গল এস্টেট এন্টারপ্রেনারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যৌথভাবে এই ট্রেড ফেয়ারের আয়োজন করেছে। অন্যতম উদ্যোক্তা চন্দন বসু ও সঞ্জীব রায় বলেছেন, খাসজঙ্গল শিল্পতালুকে ক্ষুদ্র শিল্পদ্যোগীদের প্রচুর সমস্যা ছিল। তার মধ্যে সম্প্রতি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে জমিজটের সমস্যা মিটেছে। জেলার ক্ষুদ্র ও মাঝারি শিল্পদ্যোগীদের সমস্যগুলি নিয়ে আলোচনাও হবে ওই শিল্পমেলায়। মেলা চলবে ২৬ জানুয়ারী পর্যন্ত।