আমাদের ভারত, মেদিনীপুর, ২২ জানুয়ারি: হাতির হানায় মৃতের পরিবারের হাতে সরকারি ক্ষতিপূরণ হিসেবে তিন লক্ষ টাকা তুলে দেওয়া হয়েছে। শালবনীর বিভিন্ন অংশে বিগত দশ দিন ধরে তান্ডব চালাচ্ছে বন্য হাতির দল। হাতির তাণ্ডব ব্যাপক শস্যহানির পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটেছে। পশ্চিম মেদিনীপুর জেলা জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নেপাল সিংহ বুধবার শালবনীর ৪ নং বাঁকিবাঁধের অঞ্চল প্রধান কৌশিক দোলইকে সঙ্গে নিয়ে ১৮ জানুয়ারি শালবনী ব্লকের ঢেঙ্গাশোল গ্রামে হাতির হানায় মৃত কালীপদ মাহাতোর বাড়িতে যান এবং তার স্ত্রী লুলকি মাহাতো ও পুত্র বনমালী মাহাতোর হাতে বনদপ্তরের দেওয়া তিন লক্ষ টাকার চেক তুলে দেন। নেপালবাবু ও উপস্থিত বন দফতরের আধিকারিক শ্রীদাম ঘোষ গ্রামবাসীদের আশ্বাস দেন, আগামীদিনে হাতির তান্ডব রুখতে একটি স্থায়ী রূপরেখা তৈরীর প্রচেষ্টা চলছে।