সাথী দাস, পুরুলিয়া, ২১ জানুয়ারি: সারণা ধর্মের স্বীকৃতির দাবিতে জেলাশাসকের দফতরের বাইরে অবস্থান বিক্ষোভ দেখালেন আদিবাসীরা। আজ নিজেদের দাবি দাওয়া সম্বলিত ব্যানার, পোস্টার ও সবুজ ঝান্ডা হাতে নিয়ে জেলাশাসকের দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখান আদিবাসীরা। সারণা ধর্মকে স্বীকৃতির দাবিতে সালখান মূর্মুর নেতৃত্বে পুরুলিয়া জেলা সহ দেশের পাঁচ রাজ্যে এই ধর্ণা বিক্ষোভ কর্মসূচিতে নেমেছে ‘আদিবাসী সেঙ্গেল অভিযান’। দাবি চলতি বছরের ৩০ জানুয়ারির মধ্যে পূরণ না হলে ৩১ জানুয়ারি দেশের পাঁচ রাজ্যে ‘রেল -রোড চাক্কা জ্যাম’ প্রতিবাদ কর্মসূচিরর ডাক দেন আদিবাসীরা।