দেশের প্রথম চালকবিহীন মেট্রোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আমাদের ভারত, ২৮ ডিসেম্বর:দেশের প্রথম চালক বিহীন মেট্রো উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে চালক বিহীন মেট্রো উদ্বোধন করেন মোদী। একইসঙ্গে তিনি ঘোষণা করেন ন্যাশনাল কমন মবিলিটি কার্ডের কথাও।

মোদী এদিন বলেন, চালক বিহীন মেট্রো উদ্বোধনের মাধ্যমে ভারত আরোও স্মার্ট ও আধুনিক গণপরিবহনের শরীক হল। ২০১৪ সালে যেখানে দেশের মাত্র পাঁচটি রাজ্যের মেট্রো চলত ২০২০ সালে সেখানে ১৮টি রাজ্যের মেট্রো চলছে। ২০২৫ এর মধ্যে সেই সংখ্যা ২৫ হবে।

এনসিএমসি নিয়ে মোদী বলেন আপাতত তালিকাভুক্ত ২৩টি ব্যাংকের যে কোন একটি থেকে গত ১৮ মাসের মধ্যে ইস্যু করা একটি RuPay ডেবিট কার্ড থাকলে সেটি দিয়ে কমন মবিলিটি কার্ডের সুবিধা পেতে পারবেন এয়ারপোর্ট এক্সপ্রেস লাইনের যাত্রীরা।

মোদী বলেন ২০২২ সালের মধ্যে গোটা দিল্লিতে এই সুবিধা পাওয়া যাবে। এদিন ওয়াটার মেট্রোর কোথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। মোদী বলেন যেসব শহরে বড় বড় ওয়াটার বডি আছে সেখানে ওয়াটার মেট্রোর কথা ভাবনা চিন্তা করতে শুরু করেছে সরকার।

মোদী এদিন দাবি করেন আধুনিক প্রযুক্তির সাহায্যে ভারতের গণপরিবহনে নতুন গতি আসছে । ফলে গণপরিবহন ক্রমশই আরও উন্নত হচ্ছে।

দেশে এই প্রথমচালক বিহীন মেট্রো চালু হলো আজ। দিল্লির মেট্রোর জনকপুরি ওয়েস্ট থেকে বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত ম্যাজ্যেন্টা লাইনে এই চালকবিহীন ট্রেনের যাত্রা সূচনা করেন মোদী। দিল্লি মেট্রো সূত্রে খবর ম্যাজেন্টা লাইনে মসৃণভাবেচালক বিহীন মেট্রো চালানো গেলে ২০২১ সালের মাঝামাঝিতে রাজধানীর পিন্ক লাইনেও চালক বিহীন মেট্রো চালানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *