সোমবার থেকে করোনা ভ্যাক্সিনের ড্রাই রান শুরু হল দেশের চার রাজ্যে

আমাদের ভারত, ২৮ ডিসেম্বর: সোমবার থেকে দেশের চার রাজ্যে করোনা ভ্যাক্সিনের ড্রাই রান শুরু হল। অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব, গুজরাট, ও অসমের নির্দিষ্ট কিছু জায়গায় এই ড্রাই রান হবে। এই সময় দেখা হবে, ভ্যাক্সিন মজুদ রাখার জন্য কোল্ড ষ্টোরেজ ঠিক আছে কিনা, যথা সময়ে সব জায়গায় ভ্যাক্সিন পাঠানো যাবে কিনা, ভ্যাকসিন নেওয়ার পর কারো শরীরে যদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তখন কি করা যেতে পারে। দুদিন ধরে চলা এই ড্রাই রানে সব কিছু ভালো করে খতিয়ে দেখা হবে। তারপর সংশ্লিষ্ট রাজ্য সরকার গুলি কেন্দ্রীয় সরকারকে এর ফলাফল জানাবে। এরপর সেই অনুযায়ী দেশজুড়ে টিকা দেওয়ার কর্মসূচি তৈরি করবে কেন্দ্রীয় সরকার।

প্রথম দফায় ৩০কোটি মানুষকে করোনার টিকা দেওয়া হবে বলেঠিক করা হয়েছে। টিকা দেওয়ার জন্য প্রশিক্ষণ নিয়েছেন সাত হাজারেরও বেশি সরকারি অধিকারিক। ২৩৬০টি ট্রেনিং সেশনে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

চারটি রাজ্য কয়টি নির্দিষ্ট জায়গাতেই ড্রাই রান চালানো হবে। যাদের প্রথমে ভ্যাকসিন দেওয়া হবে তাদের চিহ্নিত করার জন্য কো- উইন নামে একটি অ্যাপ তৈরি করা হয়েছে। ড্রাই রানের সময়ই দেখা যাবে এই অ্যাপটি কতটা কার্যকরী। ভ্যাক্সিন দেওয়ার সময় যে গাইডলাইন মেনে চলতে হয় তা ঠিকমতো মেনে চলা সম্ভব হচ্ছে কিনা তাও এই ড্রাই রানের সময় বোঝা যাবে।

টিকা করনের জন্য অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন প্যানেল নামে একটি সংস্থা তৈরি হয়েছে। টিকা নেওয়ার পর কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তার চিকিৎসার ব্যবস্থা করবে প্যানেলটি।

ড্রাই রানের পর রাজ্যের টাস্কফোর্সের তৈরি করা রিপোর্টটি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের কাছে পাঠানো হবে। ভারতে এখনো পর্যন্ত করোনায় আক্রান্ত এক কোটি দশ হাজার মানুষ। এই মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে১ লক্ষ ৪৭ হাজার মানুষের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *