Indian Bank, women, মহিলাদের স্বনির্ভর করতে ইন্ডিয়ান ব্যাঙ্কের উদ্যোগ, দেওয়া হলো ১৫১ কোটি টাকা ঋণ

পার্থ খাঁড়া, আমাদের ভারত,পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: সমাজের চালিকা শক্তি মহিলারা। তাই মহিলাদের আর্থিক ভিত মজবুত করতে এবং তাঁদের স্বনির্ভর করার লক্ষ্যে বৃহস্পতিবার ইন্ডিয়ান ব্যাঙ্কের উদ্যোগে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, এই ৩ জেলার মহিলা স্ব- সহায়ক দল, ক্ষুদ্র ব্যবসায়ী ও মৃৎ শিল্পীদের মোট ১৫১ কোটি টাকার ঋণ দেওয়া হলো।

এদিন মেদিনীপুর প্রদ্যোত স্মৃতি ভবনে এই ঋণ মেলায় ৫১৩টি মহিলা স্ব- সহায়ক দলের মহিলারা অংশ নেন। তাঁদের কেউ হাঁস মুরগি পালন করছেন, কেউ সেলাই মেশিন দিয়ে স্কুলের পড়ুয়াদের পোশাক তৈরি করছেন, কেউ গয়না বড়ি, মাদুর কাঠির সামগ্রী, ধূপ ও সাবান তৈরি করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ব্যাঙ্কের জেনারেল ম্যানেজার (গ্রামীণ) চন্দ্রশেখর ভি, জেনারেল ম্যানেজার (ফিল্ড) রাজেশকুমার সিং, জোনাল ম্যানেজার মিথিলেশ কুমার। তিন জেলার ব্যাঙ্কের ৮৫টি শাখা থেকে এই ঋণ দেওয়া হয়েছে।

জেনারেল ম্যানেজার জানান, মহিলারা আর্থিকভাবে যত স্বাবলম্বী হবেন ততই সমাজের উপকার হবে। এর সুফল সকলেই পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *