আমাদের ভারত, ২৭ মার্চ:
লাফিয়ে লাফিয়ে বাড়ছে করণার সংক্রমণ। এই পরিস্থিতিতে রাজ্য সরকার গুলিকে সাহায্য করার সিদ্ধান্ত নিল ভারতীয় সেনা। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত দিল্লিতে এই বিষয়ে একটি বৈঠক করেন। সেখানে সিদ্ধান্ত হয় সব রাজ্যে করোনা মোকাবিলা করতে স্থানীয় প্রশাসনের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে ভারতীয় সেনা।
সিদ্ধান্ত হয়েছে রাজ্য সরকার যদি অনুরোধ করে তাহলে নিজেদের চিকিৎসা পরিকাঠামো নিয়েও এগিয়ে আসবে সেনা। সেই সব জায়গায় সেনাবাহিনীর নিজস্ব কোয়ারেন্টাইন ক্যাম্প থাকবে। সেনা ও রাজ্য প্রশাসনের সমন্বয়ের জন্য রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে সামরিক বাহিনীর যোগাযোগ রাখা হবে।
রাজ্যগুলিতে কর্মরত সেনা নিজেদের ক্যাম্পে প্রয়োজন অনুযায়ী কোয়েরান্টিন সেন্টার তৈরি করবে। সেই তথ্য দিয়ে তারা রাজ্য প্রশাসনকে জানাবে। এমনকি প্রয়োজন হলে করোনা আক্রান্ত সাধারন নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ল্যাবরটরি ব্যবহারের সুযোগ দেবে সেনা।
প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই, করোনা সন্দেহে হিন্ডল, মানেসর, যোধপুর, মুম্বাই জয়সলমীরে ১৪৬২ জনকে সেনা কোয়ারেন্টাইন শিবিরে রাখা হয়েছিল। এরা সকলেই এমন সব দেশ থেকে ভারতে ফিরেছিলেন যেখানে করোনা ব্যাপক তাণ্ডব চালিয়েছে।
এদিন দিল্লির বৈঠকের রাজনাথ সিংয়ের সঙ্গে উপস্থিত ছিলেন চিফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, বায়ুসেনা ,স্থলসেনা ও নৌ সেনার শীর্ষ পদাধিকারীরা।
করোনা মোকাবিলায় সরঞ্জাম তৈরির অগ্রগতি কোন পর্যায়ে রয়েছে তা নিয়ে খোঁজখবর করেছেন প্রতিরক্ষামন্ত্রী। ইতিমধ্যে মাস্ক ও স্যানিটাইজার সেনির বিভিন্ন শাখাতে বন্টন করা হয়েছে। অর্ডিন্যান্স ফ্যাক্টরি মধ্যে ছটি কারখানায় মাস্ক ও স্যানাটাইজার, তাবু ও গ্লাবস তৈরির কাজ শুরু হয়েছে।