মানুষের দাবি মেনে লকডাউনের বাজারে দুরদর্শনের পর্দায় ফের শুরু রমানন্দ সাগরের রামায়ণ

আমাদের ভারত, ২৭ মার্চ:
একটা সময় ছিল যখন রবিবার সকালে গোটা দেশ অঘোষিত লকডাউন হয়ে যেত। ওই টুকু সময় চায়ের দোকানে পাতা বেঞ্চে মাছি ভনভন করলেও দেখা পাওয়া যেত না লোকের। কারণ তখন গোটা দেশ দূরদর্শনে রাম রাবণের যুদ্ধ দেখতেই মশগুল। এবার মহামারীর আটকাতে লকডাউনে মানুষের দাবি মেনে রামানন্দ সাগরের সেই রামায়ণের সম্প্রচার করবে দূরদর্শন। শনিবার থেকে ডিডি ন্যাশনালে দুবেলা সম্প্রচারিত হবে রামায়ণ।

১৯৮৭ থেকে ১৯৮৮ সালে প্রচারিত হয়েছিল রামায়ণ। আট থেকে আশি সবাই তখন রবিবার সকালে টিভির সামনে বসে পড়তেন। লক ডাউনের বাজারে সেই নষ্টালজিয়াই ফের ফিরে আসছে। শনিবার থেকে ফের সম্প্রচার হবে পুরনো সেই রামায়ণ। শুক্রবার টুইট করে ঘোষণা করেছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী।

করোনা আটকাতে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। লকডাউনের বাজারে শেষ হয়েছে সমস্ত সিরিয়ালের সুট করে রাখা এপিসোডও। দর্শকের সময় কাটানোর সিরিয়ালের ঝুলি ফাঁকা।

তাই লক ডাউন ঘোষণা হতেই রামায়ণ-মহাভারত ফের দেখানোর দাবি উঠতে থাকে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই দাবি করে এই লক ডাউনের সময় রমানন্দ সাগরের রামায়ণ ও বি আর চোপড়ার মহাভারত ফিরিয়ে আনা হোক।

১৯৮৮ সালের রামায়ণ সম্প্রচার শেষ হবার পর মহাভারত শুরু হয়। সে সময় দূরদর্শনের ছিল একমাত্র চ্যানেল। গোটা পরিবার পাড়া-প্রতিবেশী সবাই মিলে একসাথে বসে রামায়ণ কিংবা মহাভারত দেখার মজাটাই ছিল অন্যরকম। আজও সেই নস্টালজিয়ায় মজে থাকেন অনেক যুবক কিংবা প্রৌঢ়। যদিও পরবর্তী সময় বেশ কয়েকটি সংস্থার রামায়ণ-মহাভারত তৈরি করেছে। কিন্তু পুরনো রামায়ণ কিংবা মহাভারত আজও বেশি টানে মানুষকে।

তাই মানুষের দাবি মেনে আবারো পুরনো রামায়ণকে ফিরিয়ে আনার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আগামীকাল শনিবার ডিডি ন্যাশনালে ফের শুরু হচ্ছে রামায়ণের সম্প্রচার। সকাল ন’টা থেকে দশটা পর্যন্ত একটি এপিসোড। রাত ন’টা থেকে দশটা পর্যন্ত পরের এপিসোড সম্প্রচারিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *