আমাদের ভারত, ১৫ মার্চ:
ভারতকে ২০২৬ সালের মধ্যে অখন্ড হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হবে। ভারতীয় জনতা পার্টি থেকে বরখাস্ত হওয়া নেতা তথা বিধায়ক টি রাজা সিং এমনটাই দাবি করেছেন। সম্প্রতি মহারাষ্ট্রের আহমেদনগর জেলার রাহাতায় হিন্দুত্ববাদী সংগঠনগুলি দ্বারা আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে টি রাজা সিং বলেন, আহমেদ নগর এবং হায়দ্রাবাদ শহরগুলির নাম বদলে অহল্যা বাঈ নগর এবং ভাগ্য নগর করা হবে।
টি রাজা সিং হায়দ্রাবাদের গোসামহল আসনের প্রতিনিধি। তিনি বলেন, হিন্দুরা ভারতকে অখন্ড হিন্দু রাষ্ট্র করার দাবি করছে। তাঁর যুক্তি, যদি পঞ্চাশটির বেশি ইসলামিক দেশ এবং ১৫০ টি বেশি খ্রিস্টান দেশ থাকতে পারে তবে কেন ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা যাবে না? যেখানে হিন্দুরা তার ১০০ কোটি জনসংখ্যার মধ্যে সংখ্যাগরিষ্ঠ।
তার দাবি, যাই হয়ে যাক ২০২৫- ২০২৬ সালে ভারতকে অখন্ড হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হবে। তিনি বলেন, এটা তাঁর কথা নয়, এটা সমস্ত সাধু-সন্তদের গর্জন ভবিষ্যৎবাণীও। একই সঙ্গে তিনি বলেছেন, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ এবং ওসমানাবাদ শহরের নাম পরিবর্তন করা দিয়ে হিন্দু রাষ্ট্র গঠনের কাজ শুরু হয়েছে।
কেন্দ্রীয় সরকার সম্প্রতি ঔরঙ্গাবাদ শহরের নাম পরিবর্তন করে ছত্রপতি সম্ভাজিনগর এবং ওসমানাবাদ শহরের ধরাশিব নামকরণ অনুমোদন দিয়েছে। তিনি বলেন, কিছু লোক ঔরঙ্গাবাদ এবং ওসমানাবাদ শহরের নাম পরিবর্তনে ব্যাথিত। আমি সেই সব মানুষকে বলতে চাই, এটি কেবল শুরু কারণ আহমেদনগরের নাম পরিবর্তন ঘটবে। এর নাম পরিবর্তন করে অহল্যাবাঈ নগর রাখা হবে এবং আহমেদ নগর নামটি মুছে ফেলা হবে। তিনি বলেন, হায়দ্রাবাদের নাম ভাগ্যনগর হিসেবে পরিবর্তন করা হবে।
এ আই এম আই এম সাংসদ ইমতিয়া জলিল শহরের নাম পরিবর্তনের বিরোধিতা করেছেন। সেই দাবিকে খন্ডন করে টি রাজা সিং বলেন, আপনি ঔরঙ্গাবাদে জন্মগ্রহণ করলেও আপনাকে শম্ভাজিনগরে মরতে হবে। হিন্দু রাষ্ট্রে আপনি মারা যাবেন। যাই হোক না কেনো এখন হিন্দুরা জেগে উঠেছে, তাই শহরের নতুন নাম পরিবর্তিত হবে না কোনোভাবেই।