আমাদের ভারত, ১১ জানুয়ারি :ভারতে তৈরি টিকা কিনতে আগ্রহী বিশ্বের বহু দেশ। তাই এবার ভ্যাক্সিন হাব তৈরীর কথা ভাবছে ভারত।ভারতের কাছে করোনার ভ্যাক্সিন চাইছে, প্রতিবেশী দেশগুলি ছাড়াও, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, ফিলিপিনস ইন্দোনেশিয়া সহ বহু দেশ। ফলে করোনা মোকাবিলায় আগামী দিনে ভারতের তৈরি করোনার টিকা বিশেষ ভূমিকা নেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর সেই কারণেই ভারতে ভ্যাকসিন হাব তৈরির লক্ষ্যে এগোচ্ছে ভ্যাকসিন নির্মাতারা।
অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার তৈরি কোভিশিল্ডের উৎপাদন ও বিতরণের দায়িত্বে রয়েছে ভারতের সেরাম ইনস্টিটিউট। এছাড়াও ভারত বায়োটেকের কোভ্যাক্সিন প্রয়োগে জরুরী ভিত্তিতে ছাড়পত্র দেওয়া হয়েছে। এই দুটি টিকাই কেনার ইচ্ছে প্রকাশ করেছে বিশ্বের একাধিক দেশ।
মোদী বলেছেন করোনার টিকা সরবরাহে ভারত উল্লেখযোগ্য ভূমিকা নিতে চলেছে। এতদিন পিপিই কিট, মাস্ক, ভেন্টিলেটর এবং টেস্টিং কিট ভারত সরবরাহ করতো। এখন ভারত আত্মনির্ভর। দুটি দেশীয় প্রতিষেধক তৈরি করে মানবজাতিকে করোনার অভিশাপ থেকে রক্ষা করতে তৈরি ভারত। চীন ও পাকিস্তান ছাড়া নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ, মায়ানমার সহ ভারতের সব কটি প্রতিবেশী দেশ প্রতিষেধক কিনতে আগ্রহ দেখিয়েছে। নেপাল ভারতের কাছে ১ কোটি ২০ লক্ষ ডোজের অনুরোধ করেছে। টিকার চুক্তি হবে চলতি সপ্তাহে। ভুটান চেয়েছে ১০ লক্ষ ডোজ। এদিকে সেরামের সাথে মৌ স্বাক্ষর করেছে বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।
এছাড়াও জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ফিলিপিনস, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, সিঙ্গাপুরও ভারতের টিকা কিনতে আগ্রহ দেখিয়েছে।