বাংলায় শিল্পের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে, জানালেন লুক্সেমবার্গের ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত জিন ক্লুড কুগেনির

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ মার্চ: লুক্সেমবার্গের ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত জিন ক্লুড কুগেনির  
শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার জকপুরের রূপনারায়নপুরের এমের শীল কেটেক্স প্রাইভেট লিমিটেডের কারখানা পরিদর্শন করার পর জানান, বাংলায় শ্রমিকদের শ্রম সমন্বয়ের কারণে শিল্পের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। রুপনারায়ণপুরের এই কারখানায় মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এরকম বেশ কিছু পণ্য উৎপাদন করা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হল ব্যাটারি, ফাইবার টেক্সটাইল। হিমাচল প্রদেশ, ব্যাঙ্গালোর ও বাংলাদেশে এই কোম্পানির কারখানা রয়েছে। দক্ষিণ এশিয়ায় এমের শীল কেটেক্সের কারখানা গড়ে উঠেছে। সেখানে যৌথভাবে চলছে কারখানা দুটি।

তিনি জানান, এই সমস্ত কারখানাগুলোতেও  কিভাবে আরো উৎকৃষ্ট মানের পণ্য উৎপাদন করা যায় এবং উৎপাদিত দ্রব্য বিদেশে রপ্তানি করা যায় সেই বিষয়ে পদক্ষেপ করা হচ্ছে বলে  কোম্পানির এডমিনেস্ট্রেটর আনন্দ নাথ ব্যানার্জি জানিয়েছেন।

রাষ্ট্রদূত কুগেনির জানান, তিনি এই কারখানা ঘুরে দেখে খুশি। তিনি বাংলার শিল্প কারখানা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। রাজ্যের শিল্পের সম্ভাবনা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *