আমজনতাকে স্বস্তি দিতে সস্তায় ভারত ব্র্যান্ড আটা, ডাল, পেঁয়াজ বিক্রি মোদী সরকারের

আমাদের ভারত, ৭ নভেম্বর: আগুন লাগা দাম নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের। তাই সাধারণ মানুষকে স্বস্তি দিতে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে কোমর বেঁধে নেমেছে মোদী সরকার। সোমবার এক্স হ্যান্ডেলে বিজেপির আইটি সেলের নেতা অমিত মালব্য লিখেছেন, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এবার যথাযথ দামে পাওয়া যাবে। সেখানে দেখা গেছে ২৭.৫০ টাকায় পাওয়া যাবে ভারত ব্র্যান্ড আটা।

সামনেই লোকসভা ভোট। তার আগে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম যাতে না বাড়ে তার সব চেষ্টাই চালাচ্ছে বিজেপি সরকার। গরিব মানুষকে স্বস্তি দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মরশুমি দাম বৃদ্ধির হাত থেকে মধ্যবিত্তকে রক্ষার জন্য এটা একটা বড় প্রয়াস সরকারের। সোশ্যাল মিডিয়ায় পোস্টে একটি একটি ছবি দেওয়া হয়েছে সেখানে প্রধানমন্ত্রীর ছবি রয়েছে তাতে ভারত ব্র্যান্ড আটা, ডাল পেঁয়াজের দাম উল্লেখ করা হয়েছে।

সূত্রের খবর, ভারত ব্র্যান্ডের স্টক আরো বৃদ্ধি করা হচ্ছে। অন্তত ১০০ টি মোবাইল ভ্যানে এই আটা বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ভান্ডারের আউটলেটে এই ধরনের কম দামে আটা পাওয়া যাবে। সরকার নির্ধারিত এই আটার দাম ২৭.৫০ টাকা প্রতি কেজি। সোমবার জাতীয় স্তরে আটার গড় দাম ছিল ৩৫.৯৩ টাকা কেজি।

কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, সাধারণ ক্রেতাদের স্বার্থেই নানা পদক্ষেপ করা হচ্ছে। ভারত ব্র্যান্ডের আটার সরবরাহ বৃদ্ধি করা হবে, এর মাধ্যমে দাম নিয়ন্ত্রণ করা যাবে। অন্যদিকে কেন্দ্রীয় ভান্ডারে ভারত ডাল বিক্রি হচ্ছে ৬০ টাকা প্রতি কেজি। এন এ এফ এফ ডি ও এন সি সি এফের উদ্যোগে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। ভারত ব্র্যান্ড আটা বিভিন্ন মোবাইল ভ্যানে পাওয়া যাবে। এই প্রক্রিয়ার মাধ্যমে আটা, ডালের মতো সামগ্রীর দাম নিয়ন্ত্রণ করা সম্ভব।

https://x.com/amitmalviya/status/1721579202661793995?t=AzSGXHI8hmWitC-VMkf3WA&s=08

অন্যদিকে খোলা বাজারে পেঁয়াজের দাম হু হু করে বেড়েছে কলকাতা সহ একাধিক জায়গায় ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। সামনেই একের পর উৎসব তার আগে পেঁয়াজের লাগামহীন দাম। এই পরিস্থিতিতে মানুষকে স্বস্তি দিতে ভারত ব্র্যান্ড পেঁয়াজের দাম ২৫ টাকা কেজি রেখে বিক্রি করার উদ্যোগ নিয়েছে মোদী সরকার।

2 thoughts on “আমজনতাকে স্বস্তি দিতে সস্তায় ভারত ব্র্যান্ড আটা, ডাল, পেঁয়াজ বিক্রি মোদী সরকারের

Leave a Reply to বিনয় অধিকারী Cancel reply

Your email address will not be published. Required fields are marked *