আমাদের ভারত,১৮ ফেব্রুয়ারি: দেশের অর্থনৈতিক এখন গ্রাফ নিম্নমুখী হলেও একটি মার্কিন সংস্থার রিপোর্ট বলছে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসেবে উঠে এসেছে ভারত। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ নামে ওই মার্কিন সংস্থার রিপোর্ট অনুযায়ী ২০১৯-এ ব্রিটেন ও ফ্রান্সকে পিছনে ফেলেছে ভারত।
মুক্ত অর্থনীতি হিসেবে ভারত ক্রমশ উন্নতি করছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। ২০১৯-এ ভারতের জিডিপি ২.৯৪ ট্রিলিয়ন মার্কিন ডলার, সেখানে বৃটেনের জিডিপি ২.৮৩ ট্রিলিয়ন মার্কিন ডলার এবং ফ্রান্সের ২.৭১ ট্রিলিয়ন মার্কিন ডলার।
ওই রিপোর্ট অনুযায়ী ভারতের পিপিপি বা পারচেজিং পাওয়ার প্যারিটি জাপান ও জার্মানির থেকেও ভালো। তবে বিপুল জনসংখ্যার কারণে ভারতের পার ক্যাপিটা ইনকাম ২ হাজার ১৭০ মার্কিন ডলার। সেখানে আমেরিকার পার ক্যাপিটা ইনকাম ৬২ হাজার ৭৯৪ মার্কিন ডলার। তবে ওই রিপোর্টে অনুমান করা হচ্ছে ভারতের আসল জিডিপি গ্রোথ টানা তিন বছর ধরে কমবে।
ওই মার্কিন সংস্থার রিপোর্টে, নব্বইয়ের দশকের শুরুতে ভারতীয় অর্থনীতির লিবারালাইজেশন এবং বিদেশী বিনিয়োগে নিয়ন্ত্রণ কমানোর সিদ্ধান্ত অত্যন্ত উপযোগী বলে দাবি করা হয়েছে।