প্রজাতন্ত্র দিবসে পেট্রাপোলে ভারত-বাংলাদেশ রিট্রিট

সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা, ২৬ জানুয়ারি: আজ প্রজাতন্ত্র দিবসে ভারত-বাংলাদেশ সীমান্তে রিট্রিট। প্রতি বছরের মতো বনগাঁর পেট্রাপোল সীমান্তে দুই দেশের জওয়ানরা এই রিট্রিটে অংশ নিয়েছেন। বিউগল বাজিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত হয় এই অনুষ্ঠান। অংশ নেয় ভারতের বিএসএফ ও বাংলাদেশের বিজিবি। মৈত্রীর আবহে বিজিবির লেফটেন্যান্ট কর্নেলের সঙ্গে মিষ্টি বিনিময়ও করেন বিএসএফের কমান্ডিং অফিসার।

এই অনুষ্ঠান শুরু হয়েছিল ২০১৩ সাল থেকে। তার পর থেকে প্রতি বছর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিদিন সকাল ও বিকেলে নিয়ম করে প্যারেড কুচকাওয়াজ পতাকা উত্তলন হয়। লকডাউনের পর থেকে অনুষ্ঠানটি বন্ধ ছিল। এদিন ৭২তম প্রজাতন্ত্র দিবসে প্যারেড কুচকাওয়াজ শেষে চলল সঙ্গীতানুষ্ঠা। দীর্ঘদিন বাদে যৌথ প্যারেড অনুষ্ঠান শুরু হয় দর্শকাসনে ভিড় করে দুই দেশের মানুষ।

বিজিবি বিএসএফ আধিকারিকরা জানিয়েছেন, এখন সপ্তাহে একদিন করে চলবে প্যারেড কুচকাওয়াজ৷ পরবর্তীকালে ফের সাত দিন চলবে এই অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *