সম্পর্কের বন্ধন আরও জোরালো করার উদ্দেশ্যে ভারত-বাংলাদেশ মৈত্রী মোটর যাত্রা

আমাদের ভারত, বনগাঁ, ১ মার্চ: ভারত-বাংলাদেশ সম্পর্কের বন্ধন আরও জোরালো করার উদ্দেশ্যে ভারত-বাংলাদেশ মৈত্রী মোটর যাত্রার আয়োজন করা হল। রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের উদ্যোগে রবিবার সকালে উত্তর ২৪ পরগণার বনগাঁর নীলদর্পণ ভবনের সামনে থেকে এই যাত্রার সূচনা হয়। কলকাতা থেকে বিশিষ্ট জনেরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রতন ঘোষ সহ স্থানীয় তৃণমূল নেতারা।

মদন মিত্র জানান, ২১টি গাড়িতে ৬০ জন প্রতিনিধিকে নিয়ে বাংলাদেশের ঢাকা-কুমিল্লা-চট্টগ্রাম কক্সবাজার সহ বিভিন্ন এলাকায় যাওয়া হবে। ৭ মার্চ শিলিগুড়িতে এই যাত্রা শেষ হবে। এদিন সকালে পেট্রাপোল সীমান্ত দিয়ে এই প্রতিনিধিরা বাংলাদেশে প্রবেশ করেন। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ভিটাতেও যাবেন।

অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্ট্রান ইন্ডিয়া সংস্থার উদ্যোগে শেখ মুজিবুর রহমানের শতবর্ষ উপলক্ষে সেভ ড্রাইভ সেভ লাইফ দুই দেশের সম্পর্ক সু দৃঢ় করতে ইন্দো-বাংলাদেশ মোটর ড্রাইভিং মৈত্রী। বনগাঁর নীলদর্পণ থেকে উদ্বোধন করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। ২১টি গাড়ি মৈত্রী যাত্রায় অংশগ্রহণ করে। মৈত্রী যাত্রা প্রসঙ্গে মদন মিত্র বলেন, আমাদের এই যাত্রা দুই দেশের সম্পর্ককে আরও জোরালো করতে ও সেভ ড্রাইভ সেভ লাইফ বার্তা দিতে বাংলাদেশের যাত্রা করছি। আগামীতে ঢাকা থেকে দিল্লী পর্যন্ত যাত্রা করবার ভাবনা আছে আমাদের। শেখ মুজিবুর রহমানের শতবর্ষ ও বাংলাদেশের ৫০ বর্ষ পূর্ণ হচ্ছে এবার। সেই কারণেই আমাদের এই মৈত্রী যাত্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *