Mishri, India, Pakistan, ভারত জঙ্গি ডেরায় হামলা করেছে কোন ধর্মস্থানে নয়, পাকিস্তান হামলা করেছে গুরুদুয়ারায়, প্রাণ গেছে ৩ জনের, বললেন বিদেশ সচিব মিশ্রি

আমাদের ভারত, ৮ ম: ভারত জঙ্গি ডেরায় হামলা করেছে, কোন ধর্মস্থানে নয়। স্পষ্ট করে একথা জানিয়ে দিয়েছে ভারত। একইসঙ্গে অভিযোগ করেছে, পাকিস্তান শিখদের ধর্মীয় স্থানে হামলা চালিয়েছে। আর তাতে তিনজনের মৃত্যু হয়েছে।

পেহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত যেভাবে প্রত্যাঘাত করেছে তাদের নড়েচড়ে বসেছে পাকিস্তান। ভারত যখন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে জঙ্গি ছাড়া আর কাউকে মারা হয়নি, সেখানে পাকিস্তান দাবি করেছে, তাদের মসজিদে আঘাত করা হয়েছে। বৃহস্পতিবার পাল্টা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদেশ সচিব বিক্রম মিশ্রি স্পষ্ট জানিয়েছেন, পাকিস্তান তাদের জঙ্গি শিবির হিসেবে মসজিদগুলিকে ব্যবহার করত। ভারত সেই জঙ্গি শিবিরে হামলা চালিয়েছে, কোন মসজিদে নয়। এ প্রসঙ্গে তিনি বলেন, ভারত কোন ধর্মীয় স্থানকে নিশানা করেনি, বরং পাকিস্তান শিখ ধর্মস্থান গুরুদুয়ারায় হামলা করেছে। কাশ্মীরের পুঞ্চে একটি গুরুদুরায় পাক হালায় তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বিক্রম মিশ্রি।

এদিন পাকিস্তানের মুখোশ খুলে দিয়েছে ভারত।
কীভাবে বারবার পাকিস্তানের নাম সন্ত্রাসবাদে জড়িয়েছে তার উল্লেখ করেছেন মিশ্রি। তিন বলেন, ওসামা বিন লাদেন কে? কারা তাকে আশ্রয় দিয়েছিল? আর কারা তাকে শহিদ বলেছিল সে কথা কেউ ভোলেনি।

তিন আরো বলেন, ১৯৪৭- এর পর থেকে অনেক ধৈর্য ধরেছে ভারত। এতো কিছুর পরেও পাকিস্তান পাকিস্তানই রয়েছে, একটুও শোধরায়নি। দিনের পর দিন জঙ্গিদের প্রশ্রয় দিয়েছে, আশ্রয় দিয়েছে পাকিস্তান। মিশ্রি বলেছেন, পাকিস্তান এমন একটা দেশ যারা জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে মিথ্যে বলা শুরু করেছে। রাষ্ট্রপুঞ্জেও তারা মিথ্যে কথা বলে। ৭৫ বছর আগে এসব শুরু করেছে তারা।

তিন বলেন, ভারতের অপারেশন সিঁদুরে নিহত জঙ্গিদের শহিদের মর্যাদা দিয়েছে পাকিস্তান। নিহত জঙ্গিদের পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হয়েছে। পাকিস্তানের জাতীয় পতাকায় মোরা ছিল তাদের কফিন। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন সেনা কর্তারাও। প্রমাণসহ ছবি দেখিয়ে ভারতের বিদেশ সচিব দাবি করেছেন, আমরা আরো একবার দায়িত্ব সহকারে বলছি, নির্দিষ্ট ভাবে জঙ্গিদের ডেরা লক্ষ্য করে হামলা চালিয়েছে ভারতীয় বাহিনী। পাকিস্তানের কোন সামরিক ঘাঁটিকে নিশানা করা হয়নি। কেবল মাত্র পহেলগাঁওয়ে যে নৃশংস ঘটনা হয়েছে, আত্মরক্ষার স্বার্থে ভারত প্রত্যাঘাত করেছে। এটা ভারতের অধিকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *