আমাদের ভারত, ১৯ জানুয়ারি:
অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন অর্থাৎ ২২ জানুয়ারি কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য ইতিমধ্যেই অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে মোদী সরকার। এবার রাজ্যেও ওই দিন ছুটি ঘোষণা করার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রীর বিশেষ অধিকারে একটি বাড়তি ছুটি রাজ্যবাসীকে উপহার দেওয়ার কথা লিখেছেন তিনি। একই সঙ্গে চিঠিতে মনে করিয়েছেন, রামজন্মভূমি পুনরুদ্ধারের কথাও।
চিঠিতে বিজেপির রাজ্য সভাপতি লিখেছেন, ভারতের সাধুসন্তদের দীর্ঘ লড়াইয়ের পর বিদেশি আক্রমণকারীদের হাত থেকে শ্রী রামচন্দ্রের জন্মস্থান পুনরুদ্ধার হয়। এই লড়াইয়ে বাংলার দুই বীর রাম কোঠারি এবং শরৎ কোঠারির বলিদানের কথা উল্লেখ করেছেন তিনি। তৃণমূল সরকারের আমলে নতুন তিথি, পরব কিংবা জন্মদিবস সরকারি ছুটির আওতায় এসেছে। সেই সব কিছুরও উল্লেখ করে সুকান্ত মজুমদার মমতা বন্দ্যোপাধ্যায়কে লিখেছেন, “চলতি বছরের জন্য আপনার বিশেষ অধিকারে একটি বাড়তি ছুটি রাজ্য বাসিকে উপহার দিন।”
সরকারি ছুটি ঘোষণার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে–ও ওই দিন ছুটির আওতায় রাখার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি, যাতে নতুন প্রজন্ম দেশের ঐতিহ্য এবং সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হতে পারেন। চিঠির শেষে সুকান্ত মজুমদার লিখেছেন, “ভগবান শ্রীরামচন্দ্রের কাছে আপনার এবং সকলের মঙ্গল কামনা করি।”
বৃহস্পতিবার অর্ধদিবস ছুটির বিষয় বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র। সেখানে বলা হয়েছে ২২ জানুয়ারি সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিস, কেন্দ্রীয় প্রতিষ্ঠান, কেন্দ্রীয় সরকারি শিল্পের প্রতিষ্ঠান অর্ধ দিবস বন্ধ থাকবে।
শুধু কেন্দ্র সরকার নয়, একাধিক বিজেপি শাসিত রাজ্যেও ২২ জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে। উত্তরপ্রদেশে ঐদিন সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করেছে যোগী সরকার। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরাখন্ড, ছত্তিশগড়, অসম, হরিয়ানাতে মদের দোকান বন্ধ থাকবে। বিজেপি শাসিত আরও এক রাজ্য গোয়াতেও সমস্ত স্কুল, সরকারি অফিস বন্ধ থাকবে।
যে সব মানুষ ওই ছুটি পাবেন তারা যাতে রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পারেন তার জন্য বেলা ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত টেলিভিশনের পর্দায় গোটা অনুষ্ঠান তুলে ধরা হবে।ডিডিনিউজ এবং ডিডি ন্যাশনালে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে।
রাজ্যের তৃণমূল সরকার সুকান্ত মজুমদারের এই দাবিতে সাড়া দেবে কিনা তা এখনো স্পষ্ট নয়। কারণ তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই রামমন্দিরকে বিজেপির ভোটের প্রচারের অঙ্গ হিসেবে কটাক্ষ করেছে। এমনকি মঙ্গলবার সংহতি মিছিলের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের তরফে সব ধর্মের প্রতিনিধিদের নিয়ে ওইদিন কর্মসূচি পালিত হবে। কলকাতার পাশাপাশি জেলাতেও ওই দিন সংহতি মিছিল করার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী।
রাজ্যের সমস্ত বাঙালি ও হিন্দু সনাতনীদের ভাবাবেগকে সম্মান দিয়ে পশ্চিমবঙ্গের বালুরঘাটের লোকপ্রিয় সাংসদ এবং রাজ্য বিজেপির লড়াকু সভাপতি সম্মানীয় সুকান্ত দা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী কে ২২ জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যে ছুটির আজি জানিয়েছেন তা পশ্চিমবঙ্গের আপামর হিন্দু সনাতনদের অন্তরের কথা, তাই সুকান্ত তাকে আমাদের অনেক অনেক শ্রদ্ধা ও অভিনন্দন। আগামী দিনে পশ্চিমবঙ্গ এই নেতৃত্বের হাত ধরেই চলতে চাই।
Your comment is awaiting moderation.
রাজ্যের সমস্ত বাঙালি ও হিন্দু সনাতনীদের ভাবাবেগকে সম্মান দিয়ে পশ্চিমবঙ্গের বালুরঘাটের লোকপ্রিয় সাংসদ এবং রাজ্য বিজেপির লড়াকু সভাপতি সম্মানীয় সুকান্ত দা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী কে ২২ জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যে ছুটির আজি জানিয়েছেন তা পশ্চিমবঙ্গের আপামর হিন্দু সনাতনদের অন্তরের কথা, তাই সুকান্ত তাকে আমাদের অনেক অনেক শ্রদ্ধা ও অভিনন্দন। আগামী দিনে পশ্চিমবঙ্গ এই নেতৃত্বের হাত ধরেই চলতে চাই।