সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৮ মার্চ: মহাশিবরাত্রির পুন্যলগ্নে গ্ৰামে নবনির্মিত মুক্তমঞ্চের উদ্বোধন করলেন বাঁকুড়া সদর কেন্দ্রের বিধায়ক নিলাদ্রী দানা। আজ বিকেলে বাঁকুড়া সদর থানার মানকানালী গ্ৰামে এই মুক্ত মঞ্চ জনসাধারণের জন্য গ্ৰামবাসীদের অর্পণ করেন তিনি।
বিধায়ক তহবিলের টাকায় নির্মিত এই মুক্ত মঞ্চের উদ্বোধন করে তিনি বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন সামাজিক কাজের জন্য এই মুক্ত মঞ্চের আবেদন জানান স্হানীয় অধিবাসীরা। তাদের দাবি পূরণ করতে পেরে তিনি খুশি। এই মুক্ত মঞ্চ নির্মাণে প্রায় আড়াই লক্ষ টাকা খরচ হয়েছে। তিনি আরো বলেন, বিধায়ক নির্বাচিত হওয়ার পর তিনি তার কেন্দ্রের উন্নয়নের কাজ করে চলেছেন। গত কয়েকদিন আগেই তিনি হেলনা শুশুনিয়া গ্রামে পাঁচটি পথবাতি অর্থাৎ হাইমাস্ট লাইটের উদ্বোধন করেছেন।
এই প্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রী মোদীর শ্লোগান, “আব কি বার চারশো পার ” আওড়ে বলেন দেশের উন্নয়ন ও সকলের উন্নতি করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্ত করার আহ্বান জানান।