আমাদের ভারত, মেদিনীপুর, ৪ মার্চ: পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানা এলাকার একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের শরীরচর্চার জন্য গড়ে তোলা হয়েছে একটি জিমনাসিয়াম কক্ষ। ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত শরীরচর্চার ক্লাস নেওয়ার জন্য তিনলক্ষ টাকা ব্যয়ে বেলদা গঙ্গাধর অ্যাকাডেমী স্কুলে জিমনাসিয়াম কক্ষটি গড়ে তোলা হয়েছে। বুধবার কক্ষটির উদ্বোধন করেন বিধায়ক প্রদ্যোৎ ঘোষ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, এখানে পড়াশোনার পাশাপাশি শরীর চর্চা করতে পারবে ছাত্র-ছাত্রীরা। সেজন্য শরীর চর্চার প্রয়োজনীয় অত্যাধুনিক যন্ত্রপাতি রাখা হয়েছে। উদ্বোধনের আগে বিদ্যালয়ের সভাগৃহে সংক্ষিপ্ত একটি সভার আয়োজন করা হয়।