আমাদের ভারত, কলকাতা, ২৬ সেপ্টেম্বর: পুজোয় সুষ্ঠু পরিষেবা দিতে বৃহস্পতিবার কন্ট্রোল রুমের উদ্বোধন করা হল। উদ্বোধন করেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন বিদ্যুৎ দফতরের সচিব শান্তনু বসু-সহ সিইএসসির আধিকারিকরা।
এর পাশাপাশি পরিষেবায় গতি আনতে এবার হোয়াটসঅ্যাপ নম্বর চালু করল পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা। এই নম্বরের মাধ্যমে একাধিক বিষয়ে জানতে পারবেন গ্রাহকরা। নম্বরটি হল ৮৪৩৩৭১৯১২১। হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন পরিষেবাই এখন দেওয়া হয়। সিইএসসি ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ নম্বরে এ ধরনের পরিষেবা দেয়। এবার ডব্লুবিএসইডিসিএল পরিষেবা দেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে।