সাথী প্রামানিক, পুরুলিয়া, ১৭ ডিসেম্বর: বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে দিগন্ত উন্মোচিত হল জঙ্গলমহলে। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীন পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রের দ্বার উদ্ঘাটিত হল বহু প্রতিক্ষিত “ইনোভেশন হাব” বা উদ্ভাবনী কেন্দ্রের। আজ কেন্দ্রটির উদ্বোধন করেন পুরুলিয়ার সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার কর। উপস্থিত ছিলেন বিড়লা শিল্প ও কারিগরি সংগ্রহশালার নির্দেশক ভি এস রামচন্দ্রন, জাতীয় বিজ্ঞান সংগ্রহালয় পরিষদের নির্দেশক সমরেন্দ্র কুমার সহ ছাত্রছাত্রী ও শিক্ষকরা।
মোট এক কোটি তেত্রিশ লক্ষ টাকা ব্যায়ে এক হাজার বর্গফুটেরও বেশি জায়গা জুড়ে গড়ে ওঠা এই ইনোভেশন হাবে নিজেদের উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটাতে পারবেন যুব সম্প্রদায়। শুধু পুরুলিয়া জেলাই নয় পার্শ্ববর্তী জেলাগুলি এমনকি ঝাড়খণ্ড রাজ্যের বোকারো, ধানবাদ জেলা থেকেও ছাত্রছাত্রীরা এখানে এসে করতে পারবেন গবেষণা। এখানে রয়েছে হাতে কলমে শিক্ষার যাবতীয় উপকরণ। কারিগরি শিক্ষা সমেত রাখা হয়েছে পদার্থবিদ্যা, জীববিদ্যা, রসায়নের জন্য গবেষণাগার। রয়েছে থ্রি ডি প্রিন্টার, অত্যাধুনিক কম্পিউটার, ছোট লেদ মেশিন সহ নানান যন্ত্রপাতি।
এই নতুন ইনোভেশন হাব চালু হওয়ায় এলাকার মেধাবী ছাত্রছাত্রীদের দারুন সুবিধা হবে জানিয়ে ভি এস রামচন্দ্রন বলেন, বর্তমানে সারা ভারতে এমনই ৩৫টি উদ্ভাবনী কেন্দ্র রয়েছে। পুরুলিয়ারটি হল ৩৬ তম। আরও চৌদ্দটি এরকম কেন্দ্র স্থাপনের কাজ চলছে। এর মূল লক্ষ্য হল যুব সমাজের মধ্যে উদ্ভাবনী চিন্তাধারা এবং সৃজনশীল মনভাবকে জাগিয়ে তোলা। তিনি বলেন, ইতিমধ্যেই এরকম হাব থেকে অনেক উদ্ভাবন হয়েছে। তার মধ্যে একটি পেটেন্টও করা হয়েছে। এছাড়াও আরও পনেরটি পেটেন্টের জন্য আবেদনও করা হয়েছে।
পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রের অধিকর্তা ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় বলেন, এখানে নিবন্ধীকৃত সদস্যরা একক ভাবে শনি ও রবিবার কাজ করতে পারবেন। সপ্তাহের বাকি দিনগুলি স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা কাজ করার সুযোগ পাবেন।