পুরভোটের কথা মাথায় রেখে কলকাতায় সব্যসাচী দত্তকে দায়িত্ব দিল বিজেপি

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৭ ডিসেম্বর:
মুকুল ঘনিষ্ঠ সব্যসাচী দত্তকে বড়ো দায়িত্ব দিল রাজ্য বিজেপি। দলীয় সূত্রের খবর, বিধাননগরের প্রাক্তন মেয়রকে কলকাতার দায়িত্ব দেওয়া হয়েছে। বছর ঘুরলেই পুরনির্বাচন। তার কথা মাথায় রেখেই সদ্য দলে যোগ দেওয়া সব্যসাচী দত্তকে দায়িত্ব দিয়েছেন দিলীপ ঘোষ, মুকুল রায়। মুরলিধর সেন লেন মনে করছে নিউটাউনের বিধায়ক নিজে দক্ষ সংগঠক। তার উপরে শাসক দলের হাঁড়ির খবর তিনি অনেকটাই জানেন। পুরনির্বাচনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিজেদের অনুকূলে না আনতে পারলে শহরে ভালো ফল সম্ভব নয়। সেই কারণে মুকুল ঘনিষ্ঠ নিউটাউনের বিধায়কের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

আর দলে এতবড়ো দায়িত্ব পাবার পরে সব্যসাচী দত্তর প্রতিক্রিয়া, দল আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি সেই দায়িত্ব পালন করব। এতে আমার কিছু বলার নেই। তবে রাজ্যের শাসক দলকে পুরভোটে পরাজিত করতে আমি কাজ করবো। মানুষের কাছে গিয়ে দলের কথা বলবো। মানুষ ভোট দিতে পারলে বাংলায় পুরভোটে পরিবর্তন হবে বলে জানান সব্যসাচী দত্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *