পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ জুলাই: মেচেদার শান্তিপুর-১ গ্রাম পঞ্চায়েত এলাকার মেচেদা-বাপুর খাল সংস্কার সহ জল নিকাশী সমস্যার দ্রুত স্থায়ী সমাধান, এলাকায় ভ্যাট নির্মাণ করে মেচেদাকে জঞ্জাল মুক্ত করার বন্দোবস্ত, মেচেদার ফাইভ পয়েন্ট থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তাটি দ্রুত সংস্কার, উষ্ণায়ন প্রতিরোধে অঞ্চলজুড়ে পরিকল্পিত বৃক্ষরোপণ, এলাকায় সর্বত্র পানীয় জলের ব্যবস্থা প্রভৃতি ৭ দফা দাবিতে আজ এসইউসিআই (কমিউনিস্ট) দলের মেছেদা লোকাল কমিটির পক্ষ থেকে শান্তিপুর-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান করুণদ সী’কে ডেপুটেশন দেওয়া হয়।
প্রতিনিধি দলে ছিলেন,দলের মেচেদা লোকাল কমিটির সম্পাদক সুব্রত দাস, কালি শংকর পাত্র, কার্তিক সী, হেয়াতুল হোসেন প্রমুখ।
প্রধান এই দাবিগুলির সঙ্গে সহমত পোষণ করে তা দ্রুত কার্যকর করার উদ্যোগ নেবেন বলে আশ্বাস দেন।