আমাদের ভারত, হাওড়া, ২০ ডিসেম্বর: বেআইনিভাবে বাজারে টিয়া পাখি বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় ১৯টি টিয়া পাখি উদ্ধার করল উলুবেড়িয়া থানার পুলিশ। পরে উদ্ধার হওয়া টিয়া পাখিগুলি বন দফতরের হাতে তুলে দেওয়া হয়।
জানা গেছে, রবিবার সকালে এক পাখি বিক্রেতা টিয়া পাখিগুলিকে খাঁচায় নিয়ে উলুবেড়িয়া পুরসভার ২৯ নং ওয়ার্ডের যদুরবেড়িয়া কলতলায় দাঁড়িয়ে ছিল। সেই সময় উলুবেড়িয়া থানার টহলদারি পুলিশের নজরে পড়লে তারা সেখানে আসলে পাখি বিক্রেতা টিয়া পাখি ফেলে পালিয়ে যায়। পুলিশ পাখিগুলিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে উলুবেড়িয়া থানার আইসি কৌশিক কুন্ডু বন দফতরে খবর দিলে বন দফতরের কর্মীরা টিয়া পাখিগুলিকে গড়চুমুক প্রাণী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়।
টিয়া পাখি উদ্ধার প্রসঙ্গে বন দফতরের উলুবেড়িয়ার রেঞ্জ অফিসার নির্মল মন্ডল জানান, বেশিরভাগ ক্ষেত্রেই বেআইনিভাবে পাখি বিক্রির জন্য পাখিদের ডানা কেটে দেওয়া হয়। এক্ষেত্রে সেইরকম ঘটনা ঘটেছে কিনা সেটা দেখার জন্য টিয়া পাখিগুলিকে পর্যবেক্ষণের রাখার পর মুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হবে।