আমাদের ভারত, ৭ মে: তৃতীয় দফার ভোটে রাজ্যের চার আসনে মোটের উপর নির্বিঘ্নে ভোট হলেও ঝুড়ি ঝুড়ি অভিযোগ জমা পড়েছে কমিশনে। কমিশন সূত্রে জানা গেছে, প্রায় পাঁচশোর কাছাকাছি অভিযোগ জমা পড়েছে তাদের কাছে। একই সঙ্গে তথ্য বলছে গতবারের তুলনায় এই চার কেন্দ্রে ভোট কম পড়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, দিনভর মোট ৪৩৩টি অভিযোগ জমা পড়েছে তাদের কাছে। এর মধ্যে মালদহ উত্তর থেকে ৪৪টি, মুর্শিদাবাদ থেকে ৮৩টি অভিযোগ এসেছে। সি-ভিজিল অ্যাপে ৫৩টি। মালদহ উত্তর থেকে ১২, মালদহ দক্ষিণ থেকে ১১, জঙ্গিপুর ২, মুর্শিদাবাদ থেকে ২৮। এই চার কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে মুর্শিদাবাদে।
বিকেল পাঁচটা পর্যন্ত মুর্শিদাবাদ কেন্দ্রে ভোটের হার ছিল ৭৬.৪৯ শতাংশ, মালদা দক্ষিণে ৭৩.৬৮ শতাংশ, মালদা উত্তরে ভোট পড়েছে ৭৩.৩০ শতাংশ ও জঙ্গিপুরে ভোট পড়েছে ৭২.১৩ শতাংশ।
এদিকে পূর্বের পরিসংখ্যান বলছে ২০২১ সালে এই চারটি লোকসভা কেন্দ্রে ভোটের মোট হার ছিল ৮২.২৪ শতাংশ। ২০১৯ সালের লোকসভা ভোটে ভোটের হার ছিল ৮১.৬২ শতাংশ। ২০১৯ সালে মালদহ উত্তরে ভোটের হার ছিল ৮০.২৮ শতাংশ। ২০২১ সালে ভোটের হার ছিল ৮০.৬৭ শতাংশ। ২০১৯ সালে মালদহ দক্ষিণে ভোটের হার ছিল ৮১.০৬ শতাংশ। ২০২১ সালে ভোটের হার ছিল ৮১.৭৭ শতাংশ। জঙ্গিপুরে ২০১৯ সালে ভোটের হার ছিল ৮০.৭২ শতাংশ। সেই নিরিখে দেখলে এবার ভোটের হার কিছুটা কম সব কেন্দ্রেই।