Arjun Singh, Bhatpara, তৃণমূল কর্মী সন্তোষ যাদব- এর করুণ পরিণতির ঘটনায় অর্জুন সিং- এর নামে পোস্টার পড়লো ভাটপাড়ায়

আমাদের ভারত, ব্যারাকপুর, ৫ ফেব্রুয়ারি: নৈহাটিতে তৃণমূল কর্মী খুনের ঘটনায় এখনো অধরা অভিযুক্তরা। এবার সেই ঘটনায় প্রাক্তন সাংসদ অর্জুন সিং- এর বিরুদ্ধে নৈহাটি ও ভাটপাড়ায় পড়ল পোস্টার।

প্রসঙ্গত, ৩১ জানুয়ারি ভরদুপুরে খুন হন নৈহাটির তৃণমূল কংগ্রেস কর্মী সন্তোষ যাদব। সেই ঘটনার পর নিহত তৃণমূল কর্মীকে দেখতে হাসপাতালে যান পার্থ ভৌমিক। সেখানে দাঁড়িয়ে ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং’কে নিশানা করে ব্যারাকপুরের বর্তমান সাংসদ পার্থ ভৌমিক ও নৈহাটির বিধায়ক সনদ দে বলেছিলেন, বিজেপি নেতা অর্জুন সিং- এর মদতেই খুন করা হয়েছে তৃণমূল কংগ্রেস কর্মী সন্তোষ যাদবকে। তারপরেই সরগরম হয়ে ওঠে শিল্পাঞ্চলের রাজনীতি। অর্জুন সিং’কে অপরাধী বানিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নৈহাটির বিভিন্ন জায়গায় দেওয়া হয় পোস্টার। এবার নৈহাটির ছোঁয়া লাগলো ভাটপাড়াতেও। বিজেপি নেতা অর্জুন সিংয়ের গড় ভাটপাড়াতেও তৃণমূল কর্মী খুনের ঘটনায় অর্জুন সিং- এর থেকে জবাব চাইলো ভাটপাড়ার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিন ভাটপাড়া পৌরসভার গেটের সামনে দেখা গেল “তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনে অর্জুন সিং জবাব চাই, জবাব দাও” লেখা পোস্টার। পথ চলতি মানুষ বারবার থমকে দাঁড়িয়েছেন পোস্টার দেখে।

ঘটনার ব্যাখ্যা করতে গিয়ে ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা ভাটপাড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবজ্যোতি ঘোষ বলেন, প্রাক্তন সাংসদ অর্জুন সিং- এর নক্কারজনক চেহারাটা দেখেছে মানুষ। তাই তাদের সাংসদ পার্থ ভৌমিক জিতেছেন, আর অর্জুনকে মানুষ প্রত্যাখ্যান করেছে। তবু তিনি যে খুনের রাজনীতি শুরু করেছেন সেই ঘটনাই জনসমক্ষে তুলে ধরতে পোস্টার লাগানো হয়েছে। এদিন তিনি এই পোস্টার লাগানোর আসল কারণ তুলে ধরে দাবি করেন, আমাদের কর্মীকে যে খুন করেছে সে অভিযুক্ত প্রাক্তন সাংসদ অর্জুন সিং ঘনিষ্ট। তাই আমাদের অনুমান, এই খুনের পেছনে অর্জুন সিং- এর হাত থাকতেই পারে। আমরা হিংসার বদলে হিংসা করি না। তাই অর্জুন সিং- এর আসল রূপটা আমরা তুলে ধরছি এই পোস্টারের মধ্যে দিয়ে। তবে প্রশাসন নিজের মতো তদন্ত করছে। একদিনে কোনো মামলার কিনারা করা যায় না।”

যদিও গোটা বিষয় নিয়ে বিজেপি নেতা অর্জুন ঘনিষ্ঠ প্রিয়াংগু পান্ডে বলেন, ওরা যত পোস্টার লাগাবে তত বিজেপি শক্তিশালী হবে। ওরা তৈরি থাকুক। ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক হওয়ার পর যে সন্ত্রাস গোটা শিল্পাঞ্চলে হচ্ছে সেই ছবিও পোস্টারে তুলে ধরবে বিজেপি। আসল দোষীদের না ধরে প্রাক্তন সংসদ অর্জুন সিং ও বিজেপি নেতা- কর্মীদের ফাঁসাতে চাইছে তৃণমূল। এইসব ঘটনা তারই বহিঃপ্রকাশ।

অপর দিকে ঘটনার ৫ দিন কেটে গেলেও এখনো মাত্র একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, বাকি অভিযুক্তরা এখনো অধরা। সেই নিয়েও এদিন ক্ষোভ প্রকাশ করলেন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে। তৃণমূল সাংসদ ও বিধায়করা পরিষ্কার জানিয়েছিলেন দোষীরা খুব দ্রুত ধরা পড়বে। তবে ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও পাঁচ দিন পরেও পুলিশ একজনকেই গ্রেফতার করতে পেরেছে। পুলিশ কমিশনার বদল হয়েছে, তবু এখনো পর্যন্ত অধরা অভিযুক্তরা। এর মধ্যেই সামনে এসেছে খুন হওয়ার আগের মুহূর্তের একটি সিসিটিভি ফুটেজ, যা রীতিমতো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।অভিযুক্তরা এখনো গ্রেপ্তার না হওয়ায় শাসক দলের নেতা থেকে শুরু করে পুলিশকে নিশানা করে বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে বলেন, ঘটনার এতদিন পরেও পুলিশ কেন অপরাধীদের ধরতে পারছে না জানি না। তৃণমূল কংগ্রেস কাদের আড়াল করতে চাইছে? আমরা চাই দোষীদের গ্রেপ্তার করে পুলিশ জেলে ভরুক।

যদিও গোটা বিষয় নিয়ে নৈহাটির তৃণমূল বিধায়ক সনদ দে বলেন, পুলিশ পুলিশের কাজ করছে। আমরা আশা করি খুব দ্রুত দোষীরা গ্রেফতার হবে। বিধায়ক এদিন দাবি করেন যে, “খুনিদের খোঁজ শুরু করেছে পুলিশ। কিন্তু অর্জুন সিং খুনিদের আশ্রয় দিয়ে রেখেছে। অর্জুন সিং- এর সঙ্গে বিহারের যোগ রয়েছে, তাই অভিযুক্তরা হয়তো বিহার চলে গিয়েছে। যাদের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে, সিসিটিভি ফুটেজে যাদের দেখা যাচ্ছে, তাদের মধ্যে মূল অভিযুক্ত অর্জুন সিং- এর ঘনিষ্ট। তাকে অর্জুন সিং- এর মিছিলে অর্জুন সিং- এর পাশে হাঁটতে দেখা গেছে। এখন অর্জুন সিং অস্বীকার করলে চলবে না। আসলে পিঁপড়ে ঠোঁটে লিপস্টিক পরে মেনে নেওয়া গেলেও অর্জুন সত্যি কথা বলছে এটা মানা সম্ভব নয়। অর্জুন সিং রক্ত না দেখলে দিনের শেষে ঘুমাতে পারে না। বিজেপিতে গিয়ে অর্জুন সিং রক্ত পিপাসু হয়ে উঠেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *