সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১০ মে: প্রচারের মাঝেই জাগ্রত গ্ৰাম্য দেবতার কাছে প্রার্থনা করলেন বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকার।
আর মাত্র কয়েকটা দিন। তারপরেই ভোটদাতারা তাদের মত প্রকাশ করবেন। এর মাঝে তার সংসদীয় এলাকায় প্রতিটি গ্ৰামে হাজির হওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকার। আর যেখানে যাচ্ছেন সেখানেই সমাদৃত হচ্ছেন। দলে দলে কর্মী সমর্থকরা সারা এলাকা তার সঙ্গে ঘুরছেন। আজ তিনি সদর থানার কালপাথর অঞ্চলের বিভিন্ন গ্রামে হাজির হন। এই অঞ্চলের প্রত্যন্ত গ্ৰাম বাসুলীজোড়ে যান তিনি। সুভাষবাবুকে আপ্লুত গ্রামবাসীরা। সুভাষবাবুও সকলের সাথে মত বিনিময় করেন এবং এই গ্ৰামে জাগ্রত গ্ৰাম্য দেবতাকে দর্শন করে সকলের মঙ্গল কামনা করেন।
দীর্ঘ একমাসের বেশি সময় ধরে তিনি যেভাবে গ্ৰামে গ্ৰামে ঘুরে মানুষের সঙ্গে সম্পর্ক তৈরী করছেন তা শিক্ষণীয় বলে মনে করছেন কর্মীরা।