আমাদের ভারত, ১৩ মে: সোমবার লোকসভার চতুর্থ দফায় ভোট অনুষ্ঠিত হল। এই দফায় পশ্চিমবঙ্গের ৮টি লোকসভা কেন্দ্র সহ ৯৬টি আসনে ভোট গ্রহণ হয়। ভোট হয়েছে দেশের নয়টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে। সোমবার লোকসভার চতুর্থ দফার ভোট অনুষ্ঠিত হল। চতুর্থ দফার ভোটে পশ্চিমবঙ্গের ৮ লোকসভা কেন্দ্র সহ দেশে ৯৬টি আসনে ভোট গ্রহণ হলো। ভোট হয়েছে দেশের ৯টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে। বিকেল পাঁচটা পর্যন্ত দেশের ৯৬টি লোকসভা কেন্দ্রে সামগ্রিকভাবে ৬২.৩০ শতাংশ ভোট পড়েছে। এদিকে রাজ্যে বিকেল পাঁচটা পর্যন্ত আটটি কেন্দ্রে ভোট পড়েছে ৭৫.৬৬ শতাংশ।
ভোটদানের হারে সবচেয়ে এগিয়ে বোলপুর কেন্দ্র। বিকেল পাঁচটা পর্যন্ত সেখানে ভোট পড়েছে ৭৭.৭৭ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে রানাঘাট কেন্দ্র। সেখানে ভোট পড়েছে ৭৭.৪৬ শতাংশ। একই সময়ের মধ্যে বহরমপুরে ৭৫.১৪ শতাংশ ভোট পড়েছে। কৃষ্ণনগরে ৭৭.২৭ শতাংশ ভোট পড়েছে। বর্ধমান পূর্বে ৭৭.৭৩ শতাংশ। বর্ধমান- দুর্গাপুরে ৭৫.০২ শতাংশ, আসানসোলে ৬৯.৪৩ শতাংশ এবং বীরভূমে ৭৫.৪৫ শতাংশ ভোট পড়েছে।
চতুর্থ দফায় ৯৬টি লোকসভা কেন্দ্রে মোট ১৭ কোটি ৭০ লক্ষ ভোটার ছিল। দেশজুড়ে মোট ১ কোটি ৯২ লক্ষ ভোট কেন্দ্রে নির্বাচন কমিশন ভোট পরিচালনা করেছে। ১৯ লক্ষেরও বেশি ভোট কর্মী নির্বাচন পরিচালনা করছেন।
চতুর্থ দফার ভোটে বাংলার আটটি কেন্দ্রে মোট ৫৮৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন করা হয়েছিল বর্ধমান পূর্বে। সেখানে রয়েছে ১৫২ কোম্পানি বাহিনী।