HMPV, Virus, করোনা কালের স্মৃতি কি ফিরছে? দেশে এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত ৪, মাস্ক স্যানিটাইজার ব্যবহারের নির্দেশিকা জারি করল কেন্দ্র

আমাদের ভারত, ৬ জানুয়ারি: এইচএমপিভি’র হাত ধরে কি আবার ফিরছে করোনা কালের স্মৃতি? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে মানুষের মনে। কারণ ভারতে ঢুকে পড়েছে এইচএমপিভি ভাইরাস। গুজরাটে এক, কর্ণাটকে দুই ও কলকাতায় এক আক্রান্তের খোঁজ মিলেছে। আক্রান্তরা সকলেই শিশু। প্রত্যেকেরই রিপোর্ট পজিটিভ এসেছে।

এই পরিস্থিতিতে আতঙ্ক বাড়ছে। তবে আর দেশবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন ডাক্তাররা। একইসঙ্গে নির্দেশিকাও জারি করেছে নয়া দিল্লি। সরকারের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে নজরদারি চালাতে হবে। কোনো রোগী পজেটিভ হলেই যথাযথ আইসোলেশনের ব্যবস্থা করতে হবে। মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করতে হবে। অক্সিজেন সহ অন্যান্য পরিকাঠামো মজুদ রাখতে হবে হাসপাতালে। ওষুধের পর্যাপ্ত যোগান রাখতে হবে হাসপাতালে।

২০২৫ সাল শুরু হতে না হতেই এইচএমপিভি ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঠিক যেভাবে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। সাধারণ নাগরিকের সামনে এইচএমপিভি’র খবর আসতেই ভয় পাচ্ছেন সকলেই। তবে চিকিৎসকরা বারবার বলছেন আতঙ্কিত না হতে। মাস্ক ব্যবহার করতে। পরিস্কার পরিচ্ছন্নতার উপর জোর দিতে। করোনার মতো এইচএমপিভির উৎপত্তিস্থল চিন। এবারও সেখানেই এই ভাইরাসের খোঁজ মিলেছে। ভারতীয় চিকিৎসকরা বলছেন, এইচএমপিভির লক্ষণগুলি ফ্লু এবং অন্যান্য শ্বাসযন্ত্র সংক্রমণের মতই।কাশি, জ্বর, নাক বন্ধ হওয়া, শ্বাসকষ্ট, এই ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রাথমিক লক্ষণ। এমনকি এই ভাইরাসে ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়ার মত জটিলতা সৃষ্টি করতে পারে। মূলত বয়স্ক ও বাচ্চারা বেশি আক্রান্ত হলেও সব বয়সের মানুষের মধ্যে আক্রান্তের সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *