হুজুগ! আরামবাগের পর হাওড়াতেও কিছু এলাকায় মানুষ গায়ে কয়লা মাখছেন করোনার ভয়ে

আমাদের ভারত, হাওড়া, ২১ মার্চ: আরমবাগের পর হাওড়ার কিছু এলাকাতেও করোনার ভয়ে গায়ে কয়লা মেখে ঘুরে বেড়াচ্ছে এলাকার মানুষ। এক তান্ত্রিকের পরামর্শেই না কি এই হুজুগে মেতে উঠেছে মানুষ। আজ সকাল থেকে আরামবাগ মহকুমা জুড়ে এই হুজুগে মেতে উঠেছে মানুষ। তার লাগোয়া হাওড়ার কিছু এলাকাতেও একই চিত্র দেখা গেল।

করোনাভাইরাসে আতঙ্কিত গোটা বিশ্ব। তার থেকে মুক্তি পেতে মানুষকে করে তোলা হচ্ছে সচেতন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানাচ্ছে মাস্ক পরতে হবে, বারবার হাত ধুতে হবে। বয়স্ক এবং বাচ্চাদের বাড়ি থেকে বের হতে মানা করা হচ্ছে। প্রচুর মানুষের ভির বারণ করা হচ্ছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার বিশেষ কর্মসূচি নিয়েছেন, ছুটি দিয়ে দেওয়া হয়েছে স্কুল কলেজ। একসঙ্গে বেশি মানুষের জমায়েত করতে বারণ করা হয়েছে। শুধু তাই নয় পুরসভা এবং পঞ্চায়েত এলাকাতেও সাফাই এর বিশেষ অভিযান চালাচ্ছে সরকার।

কিন্তু এরই মাঝে কিছু মানুষ বুজরুকি ছড়াচ্ছে। ছড়াচ্ছে আতঙ্ক। এমনই চিত্র ধরা পড়ল হাওড়ার আমতা, উদয়নারায়ণপুর সহ বিভিন্ন গ্রামীণ এলাকায়। কোন এক তান্ত্রিকের কথা অনুযায়ী বাড়ির উঠোন থেকে পোড়া কয়লা নিয়ে গায়ে মাখার ধুম মেতে উঠল এলাকার মানুষ। পোড়া কয়লা মাখলে নাকি পালিয়ে যাবে করোনাভাইরাস। তাই সকাল থেকে এলাকায় বিভিন্ন জায়গায় মাটি খুঁড়ে তোলা হচ্ছে কয়লা। আর সেই কয়লা সারা গায়ে মেখে ঘুরে বেড়াচ্ছে এলাকার মানুষ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *