পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ ফেব্রুয়ারি: সন্দেশখালির ঘটনার প্রতিবাদে পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত এলাকায় থানা ঘেরাও, পথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করলো বিজেপির যুব মোর্চা এবং মহিলা মোর্চা। সন্দেশখালির ঘটনার প্রতিবাদে আজ বিজেপির পক্ষ থেকে সকাল থেকে সন্ধে পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন স্থানে থানা ঘেরাও, রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।
আজ বিকেলে বিজেপি যুবমোর্চার এবং মহিলা মোর্চার সদস্যরা মিছিল করে কোতওয়ালি থানার সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে।
এই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলা যুব সভাপতি আশীর্বাদ ভৌমিক বলেন, সন্দেশখালিতে জঙ্গলের রাজত্ব চলছিল দীর্ঘদিন ধরেই। দিনের পর দিন শাজাহান বাহিনী তান্ডব চালিয়েছে। গরিব মানুষের চাষের জমি জোর করে দখল করে ভেড়ি বানানো হয়েছে, লভ্যাংশের ভাগ দেবার কথা বলেও গরিব মানুষদের বঞ্চিত করা হয়েছে, লভ্যাংশের টাকা চাইতে গেলে গুন্ডা দিয়ে ভয় দেখানো হতো। দিনের পর দিন মা বোনেদের উপর অত্যাচার চালানো হয়েছে।এসব আজ প্রকাশ্যে এসে পড়েছে। এই কান্ডের নায়ক শেখ শাজাহান সহ দুষ্কৃতীদের গ্ৰেপ্তার করতে হবে বলে তিনি দাবি জানান।
মেদিনীপুর সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সভানেত্রী পারিজাত সেনগুপ্ত বলেন, দুর্নীতি, গুন্ডাগিরি মানুষ বরদাস্ত করবে না।সন্দেশখালিতে মানুষ রুখে দাঁড়িয়েছে। সঙ্ঘবদ্ধ প্রতিরোধে শাজাহানের বাহিনী আজ দিশেহারা। সারা পশ্চিমবঙ্গের মানুষ আজ রাগে ফুঁসছে। চাকরি, রেশন দুর্নীতি আজ প্রকাশ্যে। এইসব তৃণমূল নেতাদের মানুষ আস্তাকুঁড়ে ছুড়ে ফেলবে।
আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি আশীর্বাদ ভৌমিক, মহিলা সভানেত্রী পারিজাত সেনগুপ্ত, জেলা মুখপাত্র অরূপ দাস, মন্ডল সভাপতি দেবাশীষ দাস, সহ অন্যান্য নেতৃবৃন্দ।