Sandeshkhali, Jalpaiguri সন্দেশখালির ঘটনার প্রতিবাদে, জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রীর কুশপুতুল পোড়াল বিজেপি

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১১ ফেব্রুয়ারি: সন্দেশখালিতে রাজ্য সরকারের প্রশাসন ও তৃণমূলের নেতারা মহিলা ও মেয়েদের উপর অত্যাচার করছে বলে অভিযোগ বিজেপি। রবিবার এর প্রতিবাদে রাজ্যের সব জেলার পাশাপাশি জলপাইগুড়ি শহরের রাস্তায় নামলো বিজেপি। অবস্থান বিক্ষোভের পাশাপাশি থানা ঘেরাও কর্মসূচিতে সামিল হলেন বিজেপি নেতা কর্মীরা।

এ দিন শহরের ডিবিসি রোডে বিজেপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়, মিছিলে বিজেপি নেতা কর্মীরা ছিলেন। শহরে মিছিল করে সেই মিছিল পৌঁচ্ছে যায় কদমতলা মোড়ে। সেখানে বিজেপি নেতা কর্মীরা সাময়িক সময়ের জন্য রাস্তা অবরোধ করে সন্দেশখালির ঘটনার তীব্র প্রতিবাদ জানান।

ঘটনাকে কেন্দ্র করে রাস্তা প্রচুর মানুষ এবং গাড়ি আটকে পড়ে। এরপর মুখ্যমন্ত্রীর কুশ পুতুলে জুতোর মালা পরিয়ে সন্দেশখালির ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে দাহ করলেন বিজেপি নেতা কর্মীরা।

বিজেপি জেলা যুব মোর্চার সভাপতি পলেন ঘোষ বলেন, “সব জায়গার সঙ্গে জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশ পুতুলে জুতোর মালা পরিয়ে দাহ করা হল। পাশাপাশি প্রত্যেক থানার পাশাপাশি কোতোয়ালি থানায় সামনে ঘেরাও কর্মসূচি হচ্ছে।”

এরপর থানার উদ্দেশ্যে রওনা হন বিজেপি নেতা কর্মীরা। কিন্তু থানায় গেটেই আন্দোলনকারীদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামী, বিজেপি জেলা সম্পাদক শ্যাম প্রসাদ, বিজেপি মহিলা মোর্চার জেলা সভানেত্রী দীপাবণিক অধিকারী সহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *