Suvendu, Ram Mondir, পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনও রাজ্যে রামমন্দির উদ্বোধনের দিন পাল্টা কর্মসূচি ডেকে পরিবেশ অশান্ত করার কাজ কেউ করছে না: শুভেন্দু অধিকারী

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বেলদায় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সনাতনী জাগরণ সংঘের উদ্যোগে বেলদা ইসকন মন্দিরের সহযোগিতায় রবিবার সহস্র কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সাংসদ দিলীপ ঘোষ। এদিন একই মঞ্চে দেখা যায় শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষকে। মঞ্চে উঠেই প্রথমে শুভেন্দু জড়িয়ে ধরেন দিলীপ ঘোষকে, এরপর পুরো কর্মসূচি সেরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক প্রসঙ্গ নিয়ে রাজ্যকে নিশানা করেন তিনি।

অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘিতে যে অশান্তির ঘটনা ঘটেছে তা নিয়েও রাজ্য প্রশাসনকে নিশানা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে বিভিন্ন জায়গায় যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাম মন্দির উদ্বোধন উপলক্ষে, তা নিয়েও খোঁচা দিতে ছাড়েননি শুভেন্দু অধিকারী। তিনি বলেন, পশ্চিমবঙ্গের হিন্দুদের জাগাতে হবে। সীমাহীন তোষণ পশ্চিমবঙ্গে হচ্ছে বলে অভিযোগ করেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আরও বলেন যে, এই তোষণের জন্য কোনো ধর্মের লোকেরা দায়ী নয়, দায়ী ভোট রাজনীতি।” আজ পশ্চিম মেদিনীপুরের বেলদায় সহস্র কন্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের সামিল হয়ে তিনি বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেছেন।

২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনের দিন কলকাতায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় “সংহতি যাত্রা”র ডাক দিয়েছেন। “পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনও রাজ্যে এইভাবে প্রকাশ্যে রামমন্দির উদ্বোধনের দিন পাল্টা কর্মসূচি ডেকে, পরিবেশ অশান্ত করার কাজ অন্য কেউ করছে না বলেও মন্তব্য করেন শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *