Modi, Ram, নজরুলের গানে রাম বন্দনা মোদীর, লিখলেন রাম নামে প্রবল আস্থা বাংলার মানুষের

আমাদের ভারত, ২০ জানুয়ারি: সোমবার অযোধ্যায় রাম মন্দিরে উদ্বোধন। গোটা দেশ গোটা, দুনিয়া রামলালার প্রাণ প্রতিষ্ঠা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে। এই আবহে নিজের এক্স হ্যান্ডেলে নজরুল গীতি শেয়ার করলেন প্রধানমন্ত্রী। নজরুলের গান ব্যবহার করে বাংলার মানুষকে আসলে বিশেষ বার্তা দিতে চাইলেন নরেন্দ্র মোদী বলে মনে করা হচ্ছে।

রামমন্দির প্রতিষ্ঠা কর্মসূচি থেকে সংহতি মিছিল করে রাজ্যের শাসক দল যখন রাজ্যের মানুষের মুখ ফেরানোর চেষ্টা করছে তখন নজরুলের গানে ভগবান রামের বন্দনা করলেন প্রধানমন্ত্রী। আর তার এই পদক্ষেপকে এক ঢিলে দুই পাখি মারার মতো গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা। কারণ একাধারে নজরুলের গান দিয়ে রাম বন্দনার মাধ্যমে রামমন্দির উদ্বোধনের উন্মাদনায় জাতি, ধর্ম নির্বিশেষে সকলকে আহ্বান জানানোর প্রক্রিয়া যেমন সম্পন্ন হলো তেমনি রাজ্যের শাসক দলকে জবাব দেওয়াও হলো। কারণ বিরোধীরা রামমন্দির উদ্বোধনকে বিজেপির হিন্দুত্বের প্রচার বলে সরব হলেও বিজেপি জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলকে এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন, আর মোদীর এই পোস্ট সেই উদ্দেশ্যকেই ইঙ্গিত করে।

শনিবার সকাল সকাল শেয়ার করেছেন নজরুল গীতি (ভজন পর্যায়) “মন জপ নাম” সঙ্গীত শিল্পী পায়েল করের গাওয়া গানে রাম বন্দনায় মেতেছেন মোদী। এক্স হ্যান্ডেলে মোদী লিখেছেন, বাংলার মানুষের প্রভু রামের প্রতি অসীম ভক্তি রয়েছে। তার প্রমাণ নজরুলের গান” মন জপ নাম”।

এদিকে ২২ জানুয়ারি অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠার আগে কঠোর সংযম পালন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে পড়ছেন, শুভ মুহূর্তে ধ্যান করছেন, সাত্মীক আহার করে দিন কাটাচ্ছেন। একই সঙ্গে প্রতিদিন রামমন্দির উদ্বোধন ঘিরে নতুন নতুন ভাবে প্রচারের কাজও করে চলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *