আমাদের ভারত, হাওড়া, ৩০ মার্চ: লকডাউনের মধ্যেও পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত স্কুল কর্তৃপক্ষের। হাওড়ার লিলুয়ায় একটি বেসরকারী স্কুলে পরীক্ষার ফল প্রকাশের এই সিদ্ধান্ত। এই ঘটাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে জেলা জুড়ে।
জানা গিয়েছে, সোমবার সকালে কয়েকশো অভিভাবককে স্কুল কর্তৃপক্ষ ফোন করে ডেকে নেন রেজাল্ট আউটের জন্য। করোনার আতঙ্ক উপেক্ষা করেই দশটা নাগাদ কয়েকশো অভিভাবক জড়ো হন স্কুল চত্বরে। খবর পেয়ে সংবাদমাধ্যম ও পুলিশ পৌঁছয়। এরপরেই ফল প্রকাশ বন্ধ করে দেয় স্কুল কর্তৃপক্ষ। শিক্ষিত অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের এ হেন আচরণে হতবাক সকলেই।