পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ জুলাই: অসাধু ব্যবসায়ীদের দখল করা জমির বেড়া ভেঙ্গে সেই জমির দখল নিল মুন্ডা সমাজ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর লোকাল থানার অন্তর্গত ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে সুলতানপুর এলাকায়।
দীর্ঘ বছর ধরে সরকারি জমিতে মুন্ডা সমাজের শ্মশান ছিল। কিন্তু সেই জমি কিছু প্রভাবশালী অসাধু ব্যবসায়ীরা দখল করে নেয়, এমনটাই অভিযোগ মুন্ডা সমাজের পক্ষ থেকে করা হয়। মুন্ডা সমাজের পক্ষ থেকে প্রশাসনকে জানানোর পরেও কোনো সমাধান হয়নি। সেই কারণে আজ মুন্ডা সমাজের কর্মী সমর্থকরা ওই দখল করা জমির বেড়া ভেঙ্গে নিজেদের হাতে সেই জমি দখল নেয়। আগামী দিনে এই জমির উপর একটি বিরসা মুন্ডার মূর্তি উন্মোচন করে পার্ক বানাবেন বলে জানিয়েছেন মুন্ডা সমাজের নেতৃত্বরা।