পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ জুলাই: তিন দিন নিখোঁজ থাকার পর নদীর ধার থেকে উদ্ধার আট বছরের শিশুর দেহ। খুনের অভিযোগ পরিবারের। ঘটনায় দফায় দফায় উত্তেজনা ছড়ায় মেদিনীপুর সদর ব্লকের বেনাডিহি গ্রামে। সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসীরা।
বৃহস্পতিবার বিকেলে হঠাৎ নিখোঁজ হয়ে যায় মেদিনীপুর সদর ব্লকের বেনারডিহি গ্রামের আট বছরের এক শিশু। পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হয় মেদিনীপুর কোতোয়ালি থানায়। এরপর দু’দিন তন্ন তন্ন করে খোঁজার পরেও মেলেনি শিশুর হদিস। অবশেষে শনিবার দুপুরে বিনাডিহি এলাকায় কাঁসাই নদী সংলগ্ন একটি মাঠে গর্তের ভিতর থেকে উদ্ধার হয় নিখোঁজ শিশুর দেহ। দেহে একাধিক ক্ষত চিহ্ন দেখে সন্দেহ হয় স্থানীয়দের। এরপর কয়েক হাজার মানুষের ভিড় জমে যায় কংসাবতী নদীর ধারে। খবর দেওয়া হয় মেদিনীপুরের কোতোয়ালি থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
খুনির শাস্তির দাবিতে দফায় দফায় চলে বিক্ষোভ। এরই মধ্যে খুনে জড়িত সন্দেহে গ্রামবাসীরা আটক করে মৃত শিশুর সৎ দাদাকে। উত্তেজিত জনতার রোষ থেকে বাঁচাতে তাকে একটি ক্লাব ঘরের মধ্যে দীর্ঘক্ষণ আটকে রাখা হয় সন্দেহভাজন যুবককে। সেই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যেতে কার্যত হিমশিম খেতে হয় পুলিশকে। অবশেষে প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় উদ্ধার করা হয় অভিযুক্তকে।
এরপরই সন্দেহভাজনের বাড়ি, শ্বশুরবাড়ি, গ্রামেই অপর এক আত্মীয়ের বাড়িতে ভাঙ্গচুর চালিয়ে আগুন লাগিয়ে দেয় ক্ষিপ্ত জনতা। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক সামলাতে পারেনি পরিস্থিতি। এখনো পর্যন্ত গ্রামজুড়ে ব্যাপক উত্তেজনা রয়েছে। পরিস্থিতি সামলানোর চেষ্টা চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে র্যাফ।