আমাদের ভারত,৮ মার্চ:সময় যত যাচ্ছে, ভারতে করোনাভাইরাসের প্রভাব উত্তোরত্তর বাড়ছে। রবিবার কেরালায় আরোও ৫ জন করণা ভাইরাসে আক্রান্ত বলে জানা গেছে। এরা সবাই একই পরিবারের। ফলে এই মুহূর্তে ভারতে করোনাভাইরাস এর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৯।
নতুন করে যারা আক্রান্ত হয়েছে তাদের মধ্যে একজন শিশু রয়েছে বলে জানা গেছে। আক্রান্ত ওই পাঁচজনকে কেরালার হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা শুরু হয়েছে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে শৈলজা সাংবাদিক বৈঠকে জানিয়েছেন ওই আক্রান্তদের মধ্যে তিনজনই সম্প্রতি ইতালি থেকে ফিরেছিলেন। বিমানবন্দরে তারা নিজেদের ভ্রমণ বৃত্তান্ত জানায়নি বলেও অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। পরে সেই সময় তাদের স্ক্রিনিং করা হয়নি। পরবর্তী সময় ওই তিনজনের দেহে কবিড১৯-র হদিস মেলে। ইতালি থেকে ফেরার পর তারা তাদের আত্মীয়দের সঙ্গে দেখা করেছিলেন। তাদের মধ্যেও দুজনের দেহে এই সংক্রমণ পাওয়া গেছে।
সারা বিশ্বে এক লাখেরও বেশি মানুষের শরীরের করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। ইতিমধ্যেই সব দেশের সরকার করণা আটকাতে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা সহযোগিতায় একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। সম্প্রতি লন্ডনের ফেসবুকের এক কর্মীর শরীরেও করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তিনি সিঙ্গাপুর থেকে লন্ডনের অফিসে আসেন। আর তারপরই লন্ডনে ফেসবুকে তিনটি অফিস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা।