নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৮ মার্চ:
দিলীপ ঘোষকে উন্মাদ বলে কটাক্ষ করলেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম। তিনি বলেন, বিজেপির রাজ্য সভাপতি একটা অসভ্য মানুষ। তিনি বাংলার সংস্কৃতি বোঝে না। তাই বাংলার সংস্কৃতি নিয়ে দিলীপ ঘোষের কথা না বলাই ভালো। নারী দিবসেও বিজেপির রাজ্য সভাপতি নারীদের সন্মান করে না বলে রবিবার কলকাতায় অভিযোগ করলেন কলকাতার মেয়র। দিলীপ ঘোষের পাশাপাশি বিজেপি দলকে নিয়েও মন্তব্য করলেন ফিরাদ হাকিম। তিনি বলেন, বিজেপি একটা হার্মাদের দল। কিছু দাঙ্গাবাজ লোক একজায়গায় হয়ে এই দলটা করেছে। বিজেপিকে আমি কোনও রাজনৈতিক দল বলে মনে করি না বলেও জানান কলকাতার মেয়র।