Jalpaiguri, Yubo Adda, BJP, জলপাইগুড়ির প্রতি ব্লকে বিজেপি যুব মোর্চার উদ্যোগে হচ্ছে ‘যুব আড্ডা’ কর্মসূচি

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৯ ফেব্রুয়ারি: লোকসভা ভোটের আগে যুব সমাজের কাছে পৌঁছাতে এবার বিজেপি যুব মোর্চার উদ্যোগে ‘যুব আড্ডা’ কর্মসূচি শুরু হতে চলছে। জলপাইগুড়ি জেলার প্রত্যেক ব্লকে মোট ২৬৫টি জায়গায় ‘যুব আড্ডা’ কর্মসূচি চলবে। জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে একথা জানালেন জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি পলেন ঘোষ।

মূলত ২০১৪ সাল থেকে কেন্দ্রের বিজেপি সরকার কী কী উন্নয়ন মূলক কাজ করেছে সেগুলো’র পাশাপাশি রাজ্য সরকারের দুর্নীতি ও চুরির হিসেব তুলে ধরা হবে এই কর্মসূচি থেকে। পলেন ঘোষ বলেন, “আমাদের লক্ষ্য ১৮-৩৫ বছরের যুবক যুবতীদের কাছে পৌঁছানো। প্রত্যেক আড্ডায় ৫০জন থাকবেন, সকলের নাম নথিভুক্ত করা হবে। বৃহস্পতিবার থেকে ৫ মার্চ পর্যন্ত চলবে এই কর্মসূচি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *