আমাদের ভারত, বর্ধমান, ২২ অক্টোবর: জেলায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় পূর্ব বর্ধমান জেলায় ১০৮ জন আক্রান্ত হয়েছেন। গত কয়েকদিন ধরেই জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত ৪৮ ঘন্টায় জেলায় আক্রান্ত হয়েছে ২১৪ জন।
জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, আক্রান্ত ১০৮ জনের মধ্যে ২৬ জনের দেহে উপসর্গ মিলেছে। ৮২ জন উপসর্গহীন। যারা উপসর্গ হীন তাদের হোম আইশোলেশনে রাখা হয়েছে। বাকিদের বর্ধমানের কোভিড হাসপাতালে পাঠানো হয়।
এদিন জেলা জেলায় যে ১০৮ জন আক্রান্ত হয়েছেন এর মধ্যে বর্ধমান পুরসভা এলাকায় আক্রান্ত হয়েছেন ৯ জন। অন্যান্য পুরসভা এলাকার মধ্যে দাঁইহাটে ৪ জন, গুসকরায় ১ জন, কাটোয়ায় ৪ জন, কালনায় ১৫ জন ও মেমারি পুরসভা এলাকায় ৪ জন আক্রান্ত হয়েছেন।
ব্লকগুলির মধ্যে ভাতার ব্লকে ২ জন, বর্ধমান ১ ব্লকে ৪ জন, গলসি ১ ব্লকে ৪ জন, জামালপুরে ১ জন, কালনা ১ ব্লকে ১০ জন, কালনা ২ ব্লকে ৫ জন, কাটোয়া ১ ব্লকে ৩ জন, কাটোয়া ২ ব্লকে ৩ জন, কেতুগ্রাম ১ ব্লকে ৩ জন, কেতুগ্রাম ২ ব্লকে ১ জন, খন্ডঘোষ ব্লকে ৪ জন, মন্তেশ্বর ব্লকে ১ জন, মঙ্গলকোট ব্লকে ৬ জন, মেমারি ১ ব্লকে ৭ জন, পূর্বস্থলী ১ ব্লকে ৮ জন, পূর্বস্থলী ২ ব্লকে ৭ জন, রায়না ১ ব্লকে ১ জন ও রায়না ২ ব্লকে ১ জন আক্রান্ত হয়েছেন।
জেলা প্রশাসন জানিয়েছে এখনো পর্যন্ত জেলায় মোট ৬৫৭৪ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫৮৫৩ জন।চিকিৎসা চলছে ৬২৭ জনের।