আমাদের ভারত ডেক্স, ২২ অক্টোবর:
ব্যাট হাতে সানরাইজ হায়দরাবাদকে ঝটকা দিয়েছিলেন জোফ্রা আর্চার। সাত বলে একটা ছয়ের সাহায্যে ১৭ রান তুলে দলকে দেড়শো রান তুলতে সাহায্য করে। এর পর ১৫৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে জোফা আর্চারের দাপটে প্রথম তিন ওভারের মধ্যে ১৬ রানে ২ উইকেট খুইয়ে চাপে পড়ে যায়। কিন্তু মনীশ পান্ডে (অপরাজিত ৪৭ বলে ৮৩ রান ) ও বিজয় শংকর (অপরাজিত ৫১ বলে ৫২ ) রানের দাপটে ১১ বল বাকি থাকতেই ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় ওয়ার্নারের দল।
এদিন টসে জিতে দুবাই ইন্টার ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রাজস্থান রয়েলসের বিরুদ্ধে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় সানরাইজ হায়দরাবাদ। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে তারা। স্ট্রোক ৩০ ও স্যামসন ৩৬ ছাড়া আর কেউ সেভাবে রান পাননি। গত ম্যাচে ফর্মে ফিরলেও এই ম্যাচে ফের ব্যর্থ জস বাটলার (১২ বলে ৯ রান)। ব্যর্থ স্টিভেন স্মিথও (১৫ বলে ১৯ রান)। এ বারের আইপিএলে প্রথম বার নামেন জেসন হোল্ডার। এদিন সানরাইডার্স হায়দরাবাদের তিনিই সফলতম বোলার। ৪ ওভারে ৩৩ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। স্যামসন, জস বাটলার ও স্মিথকে ফিরিয়ে রাজস্থান রয়েলকে চালকের আসনে বসাতে সাহায্য করেন তিনি।
১৫৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে প্রথম ওভারের চতুর্থ বলেই আর্চারের বলে ফিরে যান ওয়ার্নার (৪ রান), নিজের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে বোল্ড করেন বিয়ারস্ট্রোকে(১০ রান)। ২ ওভার ৪ বলে ১৬ রানে ২ উইকেট খুইয়ে চাপে পড়ে যায় ওয়ার্নারের দল। এর পর জুটি বাঁধে মনীশ পান্ডে ও বিজয় শংকর।১৮ ওভার ১ বলেই তাদের জুটি জয়ের ১৫৬ রান তুলে ফেলে। এই জয়ের ফলে ৮ পয়েন্ট নিয়ে ৫ নন্বরে উঠে এল সানরাইজ হায়দরাবাদ।