অবাক কান্ড! ঘাটালে চাষের জমির কাদাজল উঠে যাচ্ছে ৩০ফুট উঁচুতে

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৪ ফেব্রুয়ারি: ঘাটালে চাষের জমির কাদাজল হঠাৎ ৩০ ফুট উঁচুতে উঠে গেল। এই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পুরসভার ১, ২, ৬, ৭নম্বর ওয়ার্ডের। চাষের জমির জল নিমেষে উঠে যাচ্ছে ৩০ফুট উঁচুতে। তা দেখে অবাক মাঠে কর্মরত চাষীরা।

এই ঘটনা জানাজানি হতেই হইচই পড়ে গেছে। ওএনজিসি সংস্থা স্যাটেলাইট মারফত জানতে পেরেছে এই সব এলাকায় খনিজ তেল ও গ্যাস রয়েছে। সেই জন্য ওএনজিসি থেকে একটি সংস্থাকে সার্ভে করতে দেওয়া হয়েছে। সেই দল ১০ ফুট মাটি কেটে চাষের জমিতে ডিনামাইট ফাটিয়ে খনিজ তেল ও গ্যাসের সন্ধানে কাজ চালিয়ে যাছে। কর্মরত টেকনিসিয়ানরা জানান, ১ বছর ধরে এই রিপোর্ট বিশ্লেষণ করা হবে, তারপর পরবর্তী পদক্ষেপ নেবে ওএনজিসি। তবে এই পরীক্ষার ৯৯ শতাংশ পজিটিভ অাসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *