সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৯ মার্চ:
বাঁকুড়া জেলায় মহিলা ও পুরুষ ভোটারের সংখ্যা প্রায় সমান হলেও প্রার্থী হিসেবে মহিলারা উপেক্ষিত। এখনও পর্যন্ত দুটি লোকসভা আসনে মহিলা প্রার্থী মাত্র একজন।জেলায় দুটি লোকসভা আসন যথাক্রমে বাঁকুড়া ও বিষ্ণুপুর। ওই দুই লোকসভা আসনে প্রধান তিন রাজনৈতিক দল বিজেপি, তৃণমূল কংগ্রেস এবং বামফ্রন্ট তাদের প্রার্থী ঘোষণা করেছে। সেখানে মাত্র একজন মহিলা প্রার্থী। তিনি তৃণমূল কংগ্রেসের বিষ্ণুপুর কেন্দ্রের প্রার্থী সুজাতা মন্ডল।
জেলার মোট ভোটারের ৪৯.৪২ শতাংশই মহিলা। কিন্তু জেলার দুটি লোকসভা আসনের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে মহিলারা উপেক্ষিতই রয়ে গেছেন। বিষ্ণুপুর আসনে শাসক দল তৃণমূল, সুজাতা মন্ডলকে প্রার্থী করলেও এক্ষেত্রে মহিলা বলে নয়, বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের প্রাক্তন স্ত্রী এবং এবারও সৌমিত্র খাঁ বিজেপির প্রার্থী তাই তার বিরুদ্ধে সুজাতা দেবীর নাম বিবেচিত হয়েছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের অভিমত।
গত ২০১৯ লোকসভা নির্বাচনে কার্যত সৌমিত্রবাবুর কান্ডারী ছিলেন সুজাতা দেবী। বিবাহ বিচ্ছেদের পর সুজাতা দেবী কট্টর সৌমিত্র বিরোধী হয়ে ওঠেন। তাই সুজাতা দেবী এবার প্রাক্তন স্বামীর বিপক্ষে প্রার্থী। বাঁকুড়া জেলায় মোট ভোটার ৩০০৯৬৪০ জন। এই ভোটারদের মধ্যে পুরুষ ১৫২১৯৬৭ ও মহিলা ১৪৮৭৬৭১জন। এই প্রেক্ষিতে জেলার মোট ভোটারের ৪৯.৪২ শতাংশই মহিলা।৩৬-নং বাঁকুড়া লোকসভা কেন্দ্রের মোট ভোটার ১৫০৬৪২১, যার মধ্যে পুরুষ ৭৫৯৬৬৮ জন এবং মহিলা ৭৪৬৭৫৩ জন। বাঁকুড়া কেন্দ্রের মোট ভোটারের ৪৯.৫৭ শতাংশই মহিলা। একইভাবে বিষ্ণুপুর আসনে মোট ভোটার রয়েছে ১৫০৩২১৯ জন। এই কেন্দ্রে পুরুষ ও মহিলা ভোটারের সংখ্যা যথাক্রমে ৭৬২২৯৯ ও ৭৪০৯১৮ জন। এই কেন্দ্রে মোট ভোটারের ৪৯.২৮ শতাংশ মহিলা।