Anubrata, TMC, অন্য ভূমিকায়! ছাত্র- ছাত্রীদের শিক্ষার পাঠ দিলেন অনুব্রত

আশিস মণ্ডল, আমাদের ভারত, বোলপুর, ১৯ মে: রাজনীতি নয়, এবার ছাত্র- ছাত্রীদের শিক্ষার পাঠ দিলেন তৃণমূলের সদ্য প্রাক্তন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

সোমবার মেধাবী ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা মঞ্চে প্রকৃত শিক্ষা গ্রহণের আবেদন জানালেন তিনি। মঞ্চ থেকে পডিয়াম গোঁফের ফাঁকে হাসি দেখে মনে হচ্ছিল না দিন দুয়েক দিন আগেই তাঁর মাথা থেকে সভাপতির মুকুট কেড়ে নিয়েছেন দলনেত্রী। সোমবার বোলপুরে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী, প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান প্রলয় নায়েক সহ শিক্ষা শিক্ষিকারা। এদিন অন্য ভূমিকায় দেখা যায় তৃণমূল নেতা অনুব্রত মন্ডলকে। রাজনৈতিক বক্তব্যে বরাবরই চমক দেন তিনি। তবে এবার রাজনীতির গণ্ডি পেরিয়ে শিক্ষার মঞ্চে উঠে পড়লেন তিনি।

অনুব্রতবাবু বলেন, “শিক্ষা ক্ষেত্রে বীরভূম, রাজ্যে একটা জায়গা করে নিয়েছে। এর জন্য শিক্ষক- শিক্ষিকাদের প্রণাম জানাই। আপনারা ভালো শিক্ষাদান করেছেন বলেই ছাত্রছাত্রীরা রাজ্যে জায়গা করে নিয়েছে।” ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, “বিদ্যালয়ে যাবার আগে মা-বাবাকে প্রণাম করে বের হবে। আর সরস্বতীকে প্রণাম করবে। তাহলে তোমরা যে দিকে যাবে বড় হওয়ার ক্ষেত্রে কেউ বাধা হতে পারবে না। মা- বাবার আশীর্বাদ তোমাদের সঙ্গে থাকবে। সরস্বতীর আশীর্বাদ থাকবে। এতে শুধু শিষ্টাচার নয়, জীবনে আরও বড়ো হওয়ার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটি।”

এর সঙ্গে তিনি আরও যোগ করেন, বলেন “শিক্ষাই আসল। শিক্ষায় কেউ ফাঁকি মারবে না। শিক্ষায় ফাঁকি দিলে নিজেই পিছিয়ে পড়বে। শিক্ষা কখনো পিছিয়ে দেয় না, বরং শিক্ষার মান অনেক উঁচুতে পৌঁছে দেয়। ভালোভাবে পড়াশোনা করলে জীবনে সাফল্য আসবেই।” চরাম- চরাম, গুড়- বাতাসা, পাঁচন শুনে অভ্যস্ত বীরভূমের মানুষ অনুব্রতের মুখে এমন মানবিক মূল্যবোধে ভরা বার্তা শুনে অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক, শিক্ষক ও ছাত্রছাত্রীরা অভিভূত হয়ে পড়েন। বক্তব্যের মাঝে মূর্হুমূর্হু করতালিতে আবেগ প্রবণ হয়ে পড়েন অনুব্রতও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *