মাত্র ১৪ দিনে করোনায় আক্রান্ত ১ লক্ষ, লকডাউন শিথিলতা নিয়ে আশঙ্কার মেঘ

আমাদের ভারত, ৪ জুন : ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দু-লক্ষের গণ্ডি পেরিয়ে গেছে। তার মধ্যে প্রথম এক লক্ষ রোগীর সংখ্যা হতে সময় লেগেছিল ১১০ দিন। সেখানে এক লক্ষ থেকে দু লক্ষে পৌঁছাতে সময় লাগলো মাত্র ১৪ দিন। যেহেতু প্রতিদিন সংক্রমিত এর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তাই এই বিশাল সংখ্যক সংক্রমিত রোগীর থেকে সংক্রমণও আরো বড় আকারে ছড়াতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। লকডাউন ক্রমশই শিথিল হচ্ছে আর তাতেই সংক্রমণ আটকানো কঠিন হচ্ছে বলে মনে করা হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর গত ২৪ ঘন্টায় দেশের ৯৩০৪ জন সংক্রমিত হয়েছে। যা ২৪ ঘন্টায় সংক্রমণের নিরীখে সর্বোচ্চ। এর ফলে দেশে সংক্রমিত সংখ্যা ২ লক্ষ ১৬ হাজার ৯১৯ জন। ২৪ ঘন্টা মৃত্যু হয়েছে ২৬০ জনের। সারাদেশে মোট মৃত্যু ৬০৭৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৪ হাজার ১০৭ জন। যা আক্রান্তের প্রায় ৪৮ শতাংশ।

মন্ত্রকের এক কর্তার কথা অনুযায়ী এই পরিস্থিতিতেও ইতিবাচক বিষয় হলো, আক্রান্তদের সংখ্যার অর্ধেক এর থেকে সামান্য কিছু কম সংখ্যক সুস্থ হয়েছেন। দিন যত যাবে সুস্থতার সংখ্যাও বাড়বে। তবে কেন্দ্র সরকারের লক্ষ্য এই মুহূর্তে সংক্রমণকে কমানো। আর সেই জন্যই কনটেইনমেন্ট জোনকে কড়া নজরদারিতে রাখা, পরিচয় শ্রমিকদের পরীক্ষায় জোর দেওয়া হয়েছে। বিভিন্ন রাজ্যের নতুন নতুন জায়গায় সংক্রমণ ছড়ানো আটকানো কথা বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *